প্লে অফে ওঠার দৌড়ে বড় ধাক্কা পেল সানরাইজার্স হায়দ্রাবাদ, ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার 1

প্লে অফে ওঠার দৌড় এবার বেশ কঠিন হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের। একেই তাদের শেষ দুই ম্যাচ পড়েছে এবারের টুর্নামেন্টের দুই ধারাবাহিক টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের সাথে। কিন্তু তার আগে এই তারকা ক্রিকেটার পেয়ে গেলেন বড়সড় চোট, যার জেরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাকে আর পাবে না সানরাইজার্স হায়দ্রাবাদ।

IPL 2019: Sunrisers Hyderabad infuse power-packed side with new talent -  cricket - Hindustan Times

গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই বড় জয়ের জেরে নেট রান রেট এখনও অবধি পজিটিভে রেখেছে তাদের, যা বাকি দলগুলির থেকে কিছুটা এগিয়ে রেখেছে। কিন্তু সেই ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যান সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা অলরাউন্ডার বিজয় শঙ্কর।

IPL 2019: Heat on Vijay Shankar as Sunrisers Hyderabad, Mumbai Indians  chase playoff spot - cricket - Hindustan Times

ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন বিজয় শঙ্কর। কিন্তু ওভারের পাঁচ নম্বর বল করার পর বাঁ পা ধরে বসে পড়েছিলেন এই অলরাউন্ডার। আর তারপর চোট বাজে হওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যান বিজয়। শেষ বলটি করে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর জানা যায়, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বিজয় শঙ্কর। জনপ্রিয় সংবাদ মাধ্যম স্পোর্টস তকের রিপোর্ট অনুযায়ী, এই অলরাউন্ডার চলতি আইপিএল এর বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। অর্থাৎ গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন বিজয় শঙ্কর।

Looking Forward To Play Against CSK In IPL 2020: Vijay Shankar

বিজয় শঙ্করের ছিটকে যাওয়া বড়সড় ধাক্কা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। শেষের দিকে দুরন্ত ব্যাটিং করা ছাড়াও প্রয়োজনে দুই-তিন ওভার মিডিয়াম পেস বোলিংও করে দিতে পারেন। এছাড়াও ফিল্ডিংয়ে অত্যন্ত ক্ষিপ্রতার পরিচয় দিয়েছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। তবে আইপিএল এর শুরুতেও কিছুটা চোটে জর্জরিত ছিলেন শঙ্কর। আইপিএল এর প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি পিঠের চোটের জন্য। আর এবার পিঠ ছেড়ে পায়ে চোট পেলেন তিনি।

IPL 2020: SRH's Vijay Shankar ruled out of remainder of the tournament

এদিকে গত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ঋদ্ধিমান সাহা। অল্পের জন্য নিজের দ্বিতীয় আইপিএল শতরান হাতছাড়া করেন বাংলার এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে সেই ম্যাচে কুঁচকিতে চোট পান ঋদ্ধি। যার জেরে আরও চিন্তা বেড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টে। যদিও সেই নিয়ে কিছুটা নিশ্চয়তা দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ঋদ্ধিমান সাহার চোট নিয়ে ওয়ার্নার বলেন, “দুর্ভাগ্যবশত, ঋদ্ধিমান সাহার কুঁচকিতে সামান্য চোট লেগেছে। কিন্তু আশা করি, সেই চোট অতটা গুরুতর নয়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *