জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 1

এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এবার সামনে তারকাখচিত দিল্লি ক্যাপিটালস দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে নামার আগে কি স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ? দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ।

IPL 2020, SRH vs MI: Brian Lara Explains Why Sunrisers Hyderabad Will Have  Advantage Over Mumbai Indians | IPL 13 | Cricket News

১. ডেভিড ওয়ার্নার

জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 2

একেবারে শুরু থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন ডেভিড ওয়ার্নার, আর তাই ওপেনিংয়ে নেমে দলকে ভালো শুরু দিতে মরিয়া অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার। গত কয়েকটি ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়ার্নার। ফলে এই ম্যাচেও নিজের ফর্ম দেখাতে চলেছেন তিনি।

২. শ্রীবৎস গোস্বামীShreevats goswami on Twitter: "It was indeed a special moment for me to  receive the @SunRisers jersey from none other than @VVSLaxman281 sir whom I  admire and respect so much . Thank

তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার চোট কতটা গুরুতর, সে বিষয়ে সন্দেহ রয়েই গিয়েছে। এদিকে সকল বিদেশীই ভালো ফর্মে রয়েছে, যার জেরে জায়গা দেওয়া যাচ্ছে না জনি বেয়ারস্টোকে। এই অবস্থায় আবারও ওপেনিংয়ে বাংলার শ্রীবৎস গোস্বামীকে সুযোগ দিতে পারে সানরাইজার্স।

৩. মনীশ পান্ডে

জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 3

তিন নম্বরে নেমে এর আগে দলকে দুর্দান্ত একটি সলিডিটি গড়ে দিয়েছেন মনীশ পান্ডে। জাতীয় দলে নিজের জায়গা পাওয়ার জন্য আজকের এই মঞ্চটিকে ব্যবহার করবেন তিনি, তা নিশ্চিতভাবেই বলা যায়।

৪. কেন উইলিয়ামসন

জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 4

গত ম্যাচে দাঁড়িয়ে থেকে দায়িত্ব সহকারে ম্যাচ জিতিয়ে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। মিডল অর্ডারে ঠান্ডা মাথায় দায়িত্বশীল ব্যাটিং করতে সক্ষম উইলিয়ামসন। পাশাপাশি রান রেটের গতি বজায় রেখে প্রয়োজনে বড় শট খেলতেও সক্ষম তিনি।

৫. প্রিয়ম গর্গ

Priyam Garg: A calculative cricketer who knows his multiplication table |  Sports News,The Indian Express

অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক খুব একটা সুবিধা করতে পারেননি সানরাইজার্সের মিডল অর্ডারে। কিন্তু তরুণ এই ক্রিকেটারের মধ্যে রয়েছে বিশেষ সম্ভাবনা। বড় ম্যাচে এই তরুণ ভারতীয় ব্যাটসম্যানকে ফর্মে ফিরতে দেখতে চায় সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।

৬. জেসন হোল্ডার 

জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 5

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার এই মুহুর্তে বেশ ভালো ফর্মে রয়েছে। বোলিংয়ে বেশ কার্যকরী ভূমিকা নিচ্ছেন এই দীর্ঘকায় পেসার, পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ভালো পারফর্ম করছেন তিনি। গত ম্যাচে কেন উইলিয়ামসনের সাথে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতিয়েছেন হোল্ডার।

৭. আব্দুল সামাদ

Who is Abdul Samad: SRH debutant and second player from J&K to play in IPL  | Sports News,The Indian Express

জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার অত্যন্ত সম্ভাবনাময় এবং প্রতিভাবান। বড় চাপেও ঠান্ডা মাথায় নিজের কাজ করতে সক্ষম সামাদ। তার লেগ স্পিনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েক ওভার করিয়ে নিতে পারে সানরাইজার্স। পাশাপাশি ব্যাটিংয়ে সামাদের হিটিং ক্ষমতা বেশ ভালো।

৮. রশিদ খান

জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 6

আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার এই মুহুর্তে টি২০ ক্রিকেটের অন্যতম সেরা হিসেবে বিবেচিত। এই মরশুমে দুর্ধর্ষ বোলিং করে নিজের জাত চিনিয়েছেন রশিদ। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কম রানে আটকাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি।

৯. শাহবাজ নাদিম

Shahbaz Nadeem (Cricketer) Height, Weight, Age, Wife, Biography & More »  StarsUnfolded

রশিদের সাথে বাঁ হাতি এই অভিজ্ঞ ভারতীয় অফ স্পিনার বেশ বড় ভূমিকা নিয়েছেন সানরাইজার্স দলে। মিডল ওভারে রান রেটকে কমিয়ে আনতে সক্ষম শাহবাজ। পাশাপাশি প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নিতে পারেন তিনি।

১০. সন্দীপ শর্মাIPL 2019, KXIP vs SRH: Sunrisers pacer Sandeep Sharma defends wobbly  middle-order, blames dew for defeat | Cricket News – India TV

ভারতীয় এই অভিজ্ঞ পেসার আইপিএল এ অত্যন্ত বড় বোলার হিসেবে প্রমাণ করে এসেছেন। সুইংয়ের পাশাপাশি ইয়র্কার মারতেও মোক্ষম ভূমিকা নেন সন্দীপ। পাশাপাশি আইপিএল এ তার অভিজ্ঞতাও একটি বড় বিষয়। ভুবনেশ্বর কুমারের অভাব অনেকটাই পূরণ করে দিয়েছেন সন্দীপ।

১১. টি নটরাজন

জয়ের ধারা বজায় রেখে ফাইনালে উঠতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ 7

তামিলনাড়ুর এই পেসারকে এবারের আইপিএল এর ইয়র্কার কিং বললে খুব ভুল বলা হবে না। লাগাতার ইয়র্কার ডেলিভারি দিতে সিদ্ধহস্ত নটরাজন। গত ম্যাচে এবি ডি ভিলিয়ার্সকে যে ইয়র্কারে আউট করেন নটরাজন, তা দেখে মোহিত গোটা ক্রিকেট দুনিয়া। ডেথ ওভারে সানরাইজার্সের ভরসা তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *