সদ্যই সমাপ্ত হয়েছে এই বছরের টি-২০ বিশ্বকাপ। প্রতিবছরের নেয় এই বছরেও টি-২০ বিশ্বকাপের আয়োজন করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি এবং এই বেছে t20 বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়াতে এই প্রতিযোগিতা এই বছর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। এই বছর t20 বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত্য ৪টি দেশ একে ওপরের মুখোমুখি হয়েছিল তারা হলো ইংল্যান্ড,পাকিস্তান,নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়া দল হাড্ডাহাড্ডি লড়াই করে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য তাদের t20 বিশ্বকাপ বিজয়ী হয়।
t20 বিশ্বকাপের পরেই সমস্ত ক্রিকেট বিশ্বের নজর এখন পরের বছর আইপিএল এর মেগা নিলামের দিকে। এই মেগা নিলামে প্রত্যেকটি দল তাদের দলের ৪জনের বেশি ক্রিকেটারদের ধরে রাখতে পারবে না। তাই এই নিয়ম অনুযায়ী বেশ কিছু পুরানো এবং নতুন ক্রিকেটার আবার নিলামে উঠতে চলেছে সে কথা বলাই চলে। তাই এই t20 বিশ্বকাপের অসাধারণ পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বেশ কিছু ক্রিকেটার যে ভালো দাম পাবেন সে কথা বলা নিশ্চিত। আমরা এখানে এমন ৭ জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা পরের বছর আইপিএল এ মোটা বেতন পেতে পারেন বলে মনে করা যাচ্ছে।
IPL 2022: সাতজন দুর্দান্ত ক্রিকেটার, যারা আইপিএল ২০২২ পাবে সবচেয়ে বেশি দাম !!
ট্রেন্ট বোল্ট
বাঁহাতি নিউজিল্যান্ড ফাস্ট বলার ট্রেন্ট বোল্ট আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স দলের নির্ভরযোগ্য বোলিং অস্ত্র। এই বছর t20 বিশ্বকাপে তিনি তার অসাধারণ বোলিং পারফর্মেন্স দেখিয়েছেন। তাই এটাই আশা করা যাচ্ছে পরবর্তী নিলামে তিনি তার আগের বেতন ৩কোটিকেও ছাড়িয়ে যেতে পারেন।