৩০০-তম ওয়ানডের আগে যুবরাজকে কি বললেন সহবাগ, দেখলে চোখে জল আসবে... 1

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার এজবাস্টনে ভারত মুখোমুখি হয়েছে বাংলাদেশের।এই ম্যাচের মাধ্যমে ৩০০-তম একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলার মাইলস্টোন ছুঁলেন ভারতের যুবরাজ সিং। প্রসঙ্গত, ২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে এই আইসিসি নক-আউট চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অভিষেক হয়েছিল পঞ্জাব কা পুত্তর যুবরাজের।

Image result for yuvraj singh in champion trophy 2000ভারতের বিভিন্ন সাফল্যের সঙ্গে জুড়ে রয়েছেন তাঁর নাম। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ২০১১ সালের বিশ্বকাপ জয়।তার জন্য যুবরাজ সিংকে সেবারের ক্রিকেট বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছিল।এর আগে ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত, যে দলের সদস্য ছিলেন যুবি।

India v Sri Lanka - ICC Champions Trophy : News PhotoIndia v Sri Lanka - ICC Champions Trophy : News Photo

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এই বছরের শুরুতে, জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ফিরে ব্যাট হাতে শতরান হাঁকান যুবরাজ। তিনি ১২৭ বলে ধোঁয়াধার ১৫০ রান করেন। উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপের পরে এটাই ছিল যুবির প্রথম শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজের দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি সদ্য শেষ হয়ে যাওয়া আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভালো খেলার জোরেই, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজের জায়গা পাকা করেন যুবি।আর এখানে গ্রুপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ঝলসে ওঠে তাঁর ব্যাট। ৩২ বলে দুরন্ত ৫৩ রানের ইনিংস তাঁকে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর সম্মান এনে দেয়। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করলেও, গ্রুপে পরের দুটি ম্যাচে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথাক্রমে ৭ এবং অপরাজিত ২৩ রান করেন যুবি।এরপরে আজ, বৃহস্পতিবার সেমিফাইনালে দল খেলছে বাংলাদেশের বিরুদ্ধে।যেখানে ৩০০-তম ওয়ান ডে ম্যাচের মাইলফলক ছুঁলেন যুবি।ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই কৃতিত্ব রয়েছে মাত্র চার জনের, সৌরভ গাঙ্গুলি, শচীন তেন্ডুলকর, রাহুল  দ্রাবিড় এবং আজহারউদ্দিনের।India v South Africa - ICC Champions Trophy : News Photo

Image result for yuvraj singh cancerRelated image

Image result for yuvraj singh world cupImage result for yuvraj singh world cup

নতুন মাইলস্টোন স্পর্শ করার জন্য অনেকেই যুবরাজকে অভিন্দন জানিয়েছেন। ব্যাতিক্রম নন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলে একদা যুবরাজের সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগও।তিনি কুর্ণিশ জানিয়েছেন দলের অন্যতম স্তম্ভকে।ক্যানসারের মত দুরারোগ্য ব্যধিকে জয় করে ফের মাঠে নেমে একইভাবে দেশের সেবা করে যাওয়া যুবির উদ্দেশ্যে সেহওয়াগের টুইট, ‘মাঠে বহু বড় বড় যুদ্ধ জয়ের নায়ক এবং মাঠের বাইরে সবচেয়ে বড় যু্দ্ধতে জয়ী মানুষটিকে ৩০০-তম একদিনের আর্ন্তজাতীক ম্যাচের জন্য অনেক অভিনন্দন।’

Image result for yuvraj singh world cupIndia v Pakistan - ICC Champions Trophy : News Photo

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *