বিশেষ প্রতিবেদন: এক ঢিলে কীভাবে দুই পাখি মারতে হয় তা ভালো করেই জানেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত। হাইভোল্টেজ ফাইনালে রবিবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। রবিবাসরীয় এই মহাম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ফের একটা মজা করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।
শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির দলের বড় জয়ের পর সহবাগ লেখেন, ‘দারুন চেষ্টা করেছে নাতি। সেমিফাইনালে পৌঁছনোর জন্য অনেক পরিশ্রম করেছ। এটা অবশ্য ঘরেরই কথা। ফাদার্স ডে-তে ছেলের সঙ্গে ফাইনাল। মজাকে এত বেশি গুরুত্ব দিও না পুত্র’।
বীরু মজাদার টুইট করার জন্য বেশ বিখ্যাত। এর অাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির টিকিট জোগাড় করার পরে সহবাগ তাদের চিমটি কেটে টুইট করেছিলেন। সেমিফাইনাল ও ফাইনালের জন্য ভারতকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। এতেই বিতর্কে জড়ান তিনি। বাংলাদেশিরা সহবাগকে একহাত নিতে শুরু করে ন। তাঁদের বক্তব্য ছিল, সহবাগ কীভাবে সেমিফাইনাল খেলার আগেই ভারতকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানাতে পারলেন! সহবাগ যে বাংলাদেশকে বিশেষ পাত্তা দিচ্ছেন না, সেই প্রসঙ্গ তোলা হয়েছিল প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের কাছেও। তিনি অবশ্য এই বিষয়ে বিশেষ কতা বলতে চাননি।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল তারা। এরপর পাকিস্তানকে ভারত হারানোর পর সহবাগ ট্যুইট করেছিলেন,
‘নাতির পর এবার ছেলে। কোনও কথা হবে না। দারুন চেষ্টা করেছ। অভিনন্দন ভারত’।
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ভারতকে হারতে হয়। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সহবাগকে তোপ দেগেছিলেন লতিফ। তিনি বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত হারায় সহবাগ উপযুক্ত জবাব পেয়ে গিয়েছেন। রশিদের এই আক্রমণের জবাব দিয়েছেন সহবাগ। তিনি ট্যুইট করে বলেছেন, অর্থহীন মন্তব্য করার চেয়ে অর্থপূর্ণ নীরবতা সবসময় ভাল। এবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর নাম না করেই এভাবে প্রাক্তন পাক অধিনায়ককে বীরু পাল্টা দিলেন বলে মনে করা হচ্ছে। তবে ফাইনালে কী হবে, সেটার জন্য অবশ্য অারও কিছুটা অপেক্ষা করতে হবে।