sachin-profit-beats-starc-ipl-salary

তিনি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), ভারত তথা বিশ্ব ক্রিকেটের মুখ। দীর্ঘ ২৪ বছর ব্যাট হাতে বাইশ গজ শাসন করতে দেখা গিয়েছে তাঁকে। ‘লিটল মাস্টার’, ‘মাস্টার ব্লাস্টার’ থেকে ক্রিকেটের ঈশ্বর, একাধিক তকমা আদায় করে নিয়েছেন নিজের পারফর্ম্যান্সের জোরে। “ওহে! যা অপরাধ করার শচীনের ব্যাটিং করার সময় করে নাও, কারণ স্বয়ং ঈশ্বর’ও ওর ব্যাটিং দেখতে ব্যস্ত”, ক্রিকেটের আঙিনায় শচীনের (Sachin Tendulkar) দাপট ব্যাখ্যা করতে গেলে জনৈক ভক্তের পোস্টারে লেখা বাক্যটুকুই হয়ত যথেষ্ট। নব্বইয়ের দশকে প্রায় একার কাঁধে ভারতীয় দলকে বিশ্বের সেরাদের তালিকায় টিকিয়ে রেখেছিলেন তিনি। ধারাভাষ্যকারদের প্রায়শই বলতে শোনা যেত যে, “শচীন রান পেলে ভারত সেদিন শান্তিতে ঘুমোতে যায়।”

১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন শচীন (Sachin Tendulkar)। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ২০০তম টেস্ট ম্যাচ খেলে ব্যাট-বলের দুনিয়াকে বিদায় জানান। লাল ও সাদা বলের ক্রিকেট মিলিয়ে ১০০ শতকের মালিক হয়েছেন ২৪ বছরের কেরিয়ারের। করেছেন প্রায় ৩৫ হাজার রান। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। অবসরের দশ বছর পর’ও দেশের জনপ্রিয়তম ক্রিকেট তারকাদের তালিকায় উপরের দিকেই নাম থাকবে তাঁর। জনপ্রিয়তার সাথে সঙ্গতি রেখেই বেড়েছে শচীনের (Sachin Tendulkar) সম্পদের পরিমাণ’ও। বাইশ গজকে বিদায় জানালেও এখনও বিজ্ঞাপন জগতে সক্রিয় তিনি। সূত্রের খবর অনুসারে তাঁর নেট ওয়ার্থ পেরিয়েছে ১২৫০ কোটি টাকা। ২০২৩ অর্থবর্ষেই তাঁর আয় ছাপিয়ে গিয়েছে IPL-এ রেকর্ড অর্থ পাওয়া মিচেল স্টার্ককে।

Read More: TOP 3: তিন ক্রিকেটার যারা ২০২৩-এ নিজের বন্ধুর পিঠে মেরেছেন ছুরি, কেরিয়ার করেছেন বরবাদ !!

বিনিয়োগে লক্ষ্মীলাভ শচীনের, পিছিয়ে স্টার্ক-

Sachin Tendulkar | Image: Getty Images
Sachin Tendulkar | Image: Getty Images

গত ১৯ ডিসেম্বর ছিলো আইপিএলের সপ্তদশ মরসুমের নিলাম পর্ব। সেখানে সর্বোচ্চ দর পেয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। পূর্বের যাবতীয় রেকর্ড ভেঙে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় দলে সামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। অজি বিশ্ব চ্যাম্পিয়নের বিপুল অর্থ পাওয়া নিয়ে হইচই হচ্ছে ক্রিকেটমহলে। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) আয় অনেকখানি পিছনে ফেলে দিয়েছে স্টার্ককে। আজাদ ইঞ্জিনিয়ারিং নামে একটি সমরসজ্জা উৎপাদন সংস্থায় ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শচীন। তা থেকেই বিপুল লাভ ঘরে তুলেছেন তিনি বলে খবর পাওয়া যাচ্ছে।

সংস্থাটির হেড অফিস রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ২০২৩ সালের মার্চ মাসে শচীন (Sachin Tendulkar) যখন সংস্থায় বিনিয়োগ করেছিলেন তখন তাদের শেয়ারের দাম ছিলো ১১৪ টাকা ১০ পয়সা করে। ৫কোটি টাকায় ৪.৩ লাখ শেয়ার কিনেছিলেন ক্রিকেট কিংবদন্তি। গত ২৮ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়েছে সংস্থাটি। তাদের শেয়ারের দাম’ও অনেকখানি বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ টাকা ১০ পয়সায়। কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় ৪০০০ কোটিতে। শচীনের (Sachin Tendulkar) ৫ কোটি টাকা বিনিয়োগের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৩১ কোটি ৫৫ লাখ টাকা। লাভের পরিমাণ ২৬ কোটি ৫৫ লাখ টাকা। আইপিএলে সর্বোচ্চ দর পাওয়া মিচেল স্টার্কের চুক্তিমূল্যের চেয়ে যা কিনা ১ কোটি ৮০ লাখ বেশী। শচীনের সাথে এই সংস্থায় বিনিয়োগ রয়েছে আরেক ক্রিকেটতারকা ভিভিএস লক্ষ্মণের, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল’ও রয়েছেন বিনিয়োগকারীদের মধ্যে।

Also Read: Video: সৌরভকে দাদার বদলে ‘দাদি’ বলার বড় রহস্য ফাঁস Sachin Tendulkar-এর! দেখে নিন ভিডিও

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *