সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বাজেভাবে হারার পর এমন মন্তব্য করে বসলেন রোহিত শর্মা 1

গতকাল কার্যত ডু অর ডাই ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের জন্য। আইপিএল এর লিগ তালিকায় শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই প্লে অফের টিকিট পেয়ে যেত তারা। আর সেই কাজ একেবারে দাপটের সাথে করল ২০১৬ এর আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটে হারিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে শেষ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

SRH vs MI Highlights: Sunrisers Hyderabad thrash Mumbai Indians by 10  wickets to seal play-off berth | Cricket News - Times of India

এদিকে মুম্বইয়ের কাছে এই ম্যাচের সেরকম কোনও গুরুত্ব ছিল না, যার জেরে একাধিক তারকা খেলোয়াড়কে বসিয়ে নিজেদের সেট টিম কম্বিনেশন ভেঙে দিয়েছিল মুম্বই। চার ম্যাচ পর মাঠে আবারও ফিরেছিলেন রোহিত শর্মা। কিন্তু এভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পর্যদুস্ত হয়ে যাবে, তা ভাবতেও পারেনি চার বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। আর সেই কারণে কিছুটা হলেও নিজেদের পারফর্মেন্সে ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।

IPL 2020: 10 Hilarious memes from SRH vs MI game

দলের এমন খারাপ পারফর্মেন্সের হতাশা একেবারে প্রকাশ্যে জানিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। পোস্ট ম্যাচ সাংবাদিক বৈঠকে আজকের পারফর্মেন্সকে সবথেকে খারাপ হিসেবে ব্যাখ্যা করেন রোহিত। তিনি বলেছেন, “আমরা কখনই আশা করিনি যে এরকম একটি ফলাফল হবে (১০ উইকেটে হার)। এটি সম্ভবত এই মরশুমে আমাদের সবথেকে খারাপ পারফর্মেন্স আর আমরা এই পারফর্মেন্সকে দূরে রেখে দিতে চাই। কিন্তু এটি বলার পাশাপাশি, আমরা কিছু জিনিস দেখে নিতে চেয়েছিলাম এটি জেনে যে আমরা কোয়ালিফাই হয়ে গিয়েছি এবং আমরা প্রথম দুই স্থানে থাকব। আর তাই আমরা কিছু অন্যরকম করতে চেয়েছিলাম। ব্যাটিং অর্ডারে একেবারে অন্যরকম কম্বিনেশন আমাদের জন্য একেবারে কাজে দেয়নি।”

Sunrisers Hyderabad vs Mumbai Indians, IPL 2020, Live Cricket Scores: Win  Or Bust For David Warner's SRH

যদিও এই ম্যাচ থেকে তারা যথেষ্ট শিক্ষা পেয়েছেন, তা বলতে ভোলেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, “কিন্তু এটি আমাদের কাছে বেশ ভালো শিক্ষনীয় হয়ে উঠল। আপনাকে আপনার বেঞ্চের শক্তি জানতে হবে কারণ আমাদের এখনও আরও কিছু ম্যাচ খেলা বাকি। তো সেটাই আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল। কিন্তু আবারও বলছি, আমরা কখনই এমন ফল চাইনি।”

IPL 2020 Match 56: SRH vs MI

আগামীকাল অর্থাৎ ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশ দাপটের সাথে হারিয়েছিল দিল্লি, যার ফলে কিছুটা সাবধানী ভূমিকা নেবে মুম্বই, তা বলাই যায়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *