ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনের খেলা রীতিমত জমে গিয়েছে। একদিকে অস্ট্রেলিয়া উইকেট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্য দিকে ভারত বেশ ভালো ব্যাটিং করে ম্যাচটিকে উত্তেজক জায়গায় নিয়ে এসেছে। এই অবস্থায় আবারও ব্যাটিং অর্ডারে উঠে এসেছিলেন তরুণ ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ। গত টেস্ট ম্যাচের মত এই ম্যাচেও যাতে দুরন্ত একটি ইনিংস খেলতে পারেন পন্থ, এমন আশাই রাখছে ক্রিকেটপ্রেমীরা।
এই অবস্থায় বেশ ভালো শুরু করেছেন পন্থ। ম্যাচ একেবারে পেন্ডুলাম অবস্থায় ঝুলছে। তবে বেশ দায়িত্ব সহকারে এবং বুঝে শুনে ইনিংস খেলছেন ঋষভ পন্থ। আর এমনই খেলতে খেলতে গড়লেন একটি বিশেষ রেকর্ড। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির দীর্ঘস্থায়ী একটি রেকর্ড ভেঙে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ।
চলতি সিরিজে বেশ ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত টেস্টেই ৯৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন পন্থ, আর এদিনও বেশ ভালো খেলছেন তিনি। আর এদিন নিজের টেস্ট কেরিয়ারের ১০০০ রানের মাইলস্টোন পূরণ করলেন পন্থ। এই মাইলস্টোন পেরিয়ে মহেন্দ্র সিং ধোনির দীর্ঘস্থায়ী রেকর্ড ভাঙলেন পন্থ। ভারতীয় উইকেটকিপার হিসেবে সব থেকে কম ইনিংসে টেস্ট ক্রিকেটে ১০০০ রান পূরণ করলেন ঋষভ পন্থ, এই রেকর্ড গড়লেন মাত্র ২৭ ইনিংসে। যেখানে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মাইলস্টোনে পৌঁছেছেন ৩২ ইনিংসে।
এই রিপোর্ট লেখার সময় ভারতের স্কোর ৮২ ওভারে ২৪১/৪। ব্যাট করছিলেন মায়াঙ্ক আগরওয়াল ৪ (৫) এবং ঋষভ পন্থ ৩৯ (৮৯)। ১৮ ওভারে আর ৮৭ রান দরকার ভারতের এই ম্যাচ জেতার জন্য।