আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 1

এবারের আইপিএল দর্শক শূন্য মাঠে আয়োজিত হলেও ক্রিকেটের মজা এতটুকুও কমেনি। মরুশহরের উত্তাপ আরও বেড়ে গিয়েছিল ক্রিকেটের এই রোমাঞ্চকর মুহুর্তে। এবারের আইপিএল এ সাসপেন্স ও থ্রিলারের অভাব এতটুকুও হয়নি। এমন খুব কম ম্যাচ হয়েছে, যা আকর্ষণীয় ছিল না। আর গ্রুপ পর্যায়ে একেবারে শেষ দিন অবধি লড়াই চলেছে প্লে অফসে ওঠার। ফলে রোমাঞ্চকতার অভাব একেবারেই ছিল না।

IPL 2020: Time Table, Schedule, Points Table, Results | Times of India

এই বছর, একাধিক ক্রিকেটার ও দল দুর্ধর্ষ পারফর্মেন্স করেছেন এবং নিজেদের সেরাটা দিয়েছেন। আর সেই কারণে প্রতি বছরই আইপিএল ফাইনালের শেষে বিশেষ কিছু বিভাগে বেশ কিছু খেলোয়াড়কে পুরষ্কৃত করা হয়। এবং পুরষ্কারের মধ্যে থাকে বিপুল অর্থ। এই বছর করোনা অতিমারি চললেও আর্থিক দিক থেকে লাভবান হয়েছে বিসিসিআই। আর সেই কারণে আর্থিক মূল্য নিয়ে কোনও কৃপণতা করা হয়নি। দেখে নেওয়া যাক, কোন বিভাগে কত আর্থিক মূল্য পেল ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিগুলি।

IPL 2020 UAE: IPL T20 Latest News, IPL Live Cricket Score, Schedule, Points  table, Highlights and Photos - Daily News and Analysis

আইপিএল জয়ী – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ কোটি টাকা IPL 2020 Live Cricket Score, News, Results, Schedule, Players List,  Highlights- NDTV Sports

পাঁচ বারের জন্য আইপিএল এর খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল রানার্স আপ – দিল্লি ক্যাপিটালস – ১২.৫ কোটি টাকা 

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 2

ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পর্যদুস্ত হয় প্রথম বার আইপিএল ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস।

তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী – সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৮.৭৫ কোটি টাকা

SRH vs RCB, IPL 2020 Live Streaming: When and where to watch Sunrisers  Hyderabad vs Royal Challengers Bangalore?, Sports News | wionews.com

প্লে অফসের এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেও দিল্লি ক্যাপিটালসের কাছে হারে সানরাইজার্স হায়দ্রাবাদ।

ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন – দেবদত্ত পাডিক্কাল – ১০ লক্ষ টাকা

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 3

এবারের আইপিএল এর ইমার্জিং খেলোয়াড় অর্থাৎ সেরা উঠতি খেলোয়াড়ের খেতাব পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কাল। নিজের প্রথম আইপিএল খেলতে এসেই পাঁচটি অর্ধশতরান সহ ৪৫০ এর বেশি রান করেছেন পাডিক্কাল।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার – জোফ্রা আর্চার – ১০ লক্ষ টাকা

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 4

রাজস্থান রয়্যালসের তারকা পেসার জোফ্রা আর্চার এই বছর জিতেছেন আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের খেতাব। বলে ২০টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বেশ দুরন্ত কিছু ক্যামিও খেলেছেন আর্চার, এবং ফিল্ডিংয়েও চোস্ত ছিলেন ইংরেজ এই পেসার।

গেমচেঞ্জার অফ দ্য সিজন + পার্পল ক্যাপ – কে এল রাহুল – ১০ লক্ষ টাকা + ১০ লক্ষ টাকা

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 5

এবারের আইপিএল এ দুর্ধর্ষ খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। একাধিক সময়ে কার্যত একা হাতেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন পাঞ্জাবের জন্য। এদিকে ৬৭০ রান করে এবারের আইপিএল এর সবথেকে বেশি রান করেছেন রাহুল।

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন – কাইরন পোলার্ড – ১০ লক্ষ টাকা

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 6

এবারের আইপিএল এ সবথেকে বেশি স্ট্রাইক রেট থাকার দরুণ এই পুরষ্কার পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১৯০ এর বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন।

সবথেকে বেশি ছয় – ঈশান কিষান – ১০ লক্ষ টাকা

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 7

এবারের আইপিএল এ সবথেকে বেশি ছয় মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষান। প্রথম দুই ম্যাচ না খেললেও পরের দিকের ম্যাচ খেলে মোট ৩০টি ছয় মেরেছেন ঝাড়খন্ডের এই প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান।

পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন – ট্রেন্ট বোল্ট – ১০ লক্ষ টাকা 

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 8

এবারের আইপিএল এ পাওয়ার প্লেতে সবথেকে দুর্দান্ত পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের এই তারকা পেসার। গোটা টুর্নামেন্টে প্রথম ছয় ওভারের ফেজে ২০টি উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা বাঁ হাতি পেসার।

পার্পল ক্যাপ – কাগিসো রাবাডা – ১০ লক্ষ টাকা

আইপিএল এর একাধিক বিভাগে পুরষ্কার জয়ীরা পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ, যা দেখলে চমকে যাবেন 9

এবারের আইপিএল এ সবথেকে বেশি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার। ১৭ ম্যাচে ৩০টি উইকেট নিয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *