কারা জিতবে আইপিএল দশের ফাইনাল? মুম্বই নাকি পুণে? কারা এগিয়ে জ্যোতিষীদের নজরে? দেখে নিন 1

রবিবার হায়দরাবাদের মাঠে আইপিএল দশের ফাইনাল ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে রাইজিং পুণে সুপার জায়েন্ট। ফাইনাল ম্যাচকে মাথায় রেখে এই দুই দল আপাতত নিজেদের মতো করে পরিকল্পনা সাজানোর পাশাপাশি প্রস্তুতিও নিয়ে ফেলেছে। রবিবারের উপ্পলে কে বাজিমাত করবে, তা জানা যাবে ম্যাচ শেষে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের নামী জ্যোতিষী গ্রিনস্টোন লোবোর ভবিষ্যতবাণী অনুযায়ী আইপিএল দশের ফাইনালে জয় পাবে স্টিভ স্মিথের নেতৃত্বে মাঠে নামা টিম রাইজিং পুণে সুপার জায়েন্ট।

জ্যোতিষীদের ভবিষ্যতবাণীর পিছনে অবশ্য দারুণভাবে কাজ করছে দলে মহেন্দ্র সিং ধোনির থাকার বিষয়টি। এই ধোনির নেতৃত্বে আইপিএলের আঙিনায় দারুণ সাফল্য পেয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রথম আটটি মরশুমে ধোনির নেতৃত্বে মোট ছ’বার ফাইনালে উঠেছে টিম চেন্নাই। যার মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সবকিছু মাথায় রেখে জ্যোতিষীদের মনে হয়েছে, আইপিএলের সব অধিনায়কের চেয়ে সেরা এবং সফল ধোনি। এমনকি রোহিত শর্মার চেয়েও অনেকটা এগিয়ে মাহির হরোস্কোপ। তাই ধোনির উপস্থিতিতে তাঁর দল আইপিএলে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

দেশের এক নামী জ্যোতিষী যাবতীয় বিষয়কে মাথায় রেখে এদিন বলেন, ‘প্রত্যেক হরোস্কোপের সাফল্যের একটা কোটা থাকে। যেটা যার ভাগ্যে থাকবে, তার চেয়ে বেশি সে কখনই পাবে না। হরোস্কোপ দেখিয়ে দিতে পারে, কতগুলো জয়ের পর একটি জয়ই সবকিছুর সমাপ্তিকরণ ঘটাতে পারে। রোহিত শর্মা নিশ্চিতভাবে ধোনির অধিনায়কত্ত্বের রেকর্ডকে পিছনে ফেলতে পারবেন না। আইপিএলের সূচনা থেকেই সব দলের অধিনায়কের চেয়ে ধোনির হরোস্কোপ অধিক ভালো জায়গায় রয়েছে। ধোনি এখনও পর্যন্ত দুটি আইপিএলের খেতাব জিতে নিয়েছেন, সেখানে রোহিত দুটি খেতাব জিতে অভিযান শেষ করবেন।’

সে জ্যোতিষী আরও জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার নেতৃত্বে তিন তিনটি বড় প্রতিযোগিতার খেতাব জিতে ফেলেছে। এ বছরে আর তাদের ট্রফি জেতার যোগ নেই। এবারের আইপিএলে কেকেআর-এর উদাহরণ টেনে তিনি বলেন, ‘গম্ভীরের নেতৃত্বে টিম কলকাতা নাইট রাইডার্সের ভাগ্যে দুটি ট্রফি ছিল। সেটা ওরা পেয়ে গিয়েছে। তাই তো তারা দ্বিতীয়  কোয়ালিফায়ারে মুম্ব্ইয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল। একইভাবে মুম্বই ইন্ডিয়ান্সের এভাবে ফাইনাল থেকেও বিদায় ঘটতে পারে।’ এবারের আইপিএলে পুণের ট্রফি জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করে তাঁর বক্তব্য, ‘পুণের ট্রফি জয়ের সম্ভাবনা প্রবল, কারণ তাদের অধিনায়ক স্টিভ স্মিথ ২০১১ সালের বিগব্যাশ ছাড়া আর কোনও বড় প্রতিযোগিতা জেতেননি। এবারে স্মিথের ভাগ্যের চারটি গ্রহ খুব ভালো জায়গায় রয়েছে। যেগুলি হল- গ্রহ-এক্স, গ্রহ-ই, মঙ্গল এবং শুক্র। তাই এবারে স্মিথ ভালো ফলাফল করতে পারেন।’

তিনি আরও যোগ করেন, ‘এবারের আইপিএল ধোনি কিংবা রোহিতের সহায় নাও হতে পারে, তবে এটা স্টিভ স্মিথের কাছে বড় একটা সুযোগ হতে চলেছে। তাঁর নেতৃত্বে দলের চ্যাম্পিয়ন হওয়ার দারুণ একটা যোগ রয়েছে। এছাড়া পুণের দলে সেই ধরণের ক্রিকেটার বেশি রয়েছেন, যাঁদের হরোস্কোপ ভালো থাকার সত্ত্বেও অতীতে খুব একটা ভালো ফলাফল করতে পারেননি। এটাই এবারে পুণের ট্রফি জয়ের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে। এবারে দলের অধিনায়ক যেহেতু ধোনি নন, হরোস্কোপ অনুযায়ী এটাই হয়তো এবারে পুণের পক্ষেই যাবে।’

এত সবের পরেও এটা বলতে হয়, কেবল সময় বলে দিতে পারবে এই জ্যোতিষীদের ভবিষ্যতবাণী কতটা সত্যি? তবে এটা ঠিক রবিবারের ফাইনালে রাইজিং পুণে সুপার জায়েন্টই মানসিকভাবে এগিয়ে থেকে শুরু করতে পারবে। এবারের আইপিএলে মুম্বই যতই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করুক না কেন, প্রথম কোয়ালিফায়ারের পাশাপাশি লিগের দু’বারের সাক্ষাতে ধোনি, স্মিথদের কাছে আত্মসমর্পন করেছে রোহিতের মুম্বই। তাই রবিবাসরীয় উপ্পলে প্রথমবার আইপিএল ট্রফি জয়ের ব্যাপারে মনোবৈজ্ঞানিকভাবে এগিয়ে থাকবে চলতি প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে যাওয়া রাইজিং পুণে সুপার জায়েন্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *