এই চার তারকা খেলোয়াড়কে কখনই বাদ দেওয়া উচিত ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের 1

এই মুহুর্তে সবথেকে ধারাবাহিক এবং ফর্মে থাকা টিম হিসেবে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই চলতি আইপিএল মরশুমের প্রথম দল হিসেবে প্লে অফসে জায়গা করে নিয়েছে মুম্বই। বাকি সাত ফ্র্যাঞ্চাইজিকে ছাড়িয়ে সবথেকে সেট টিম হিসেবে নিজেদের তৈরি করেছে তারা। এই মুহুর্তে ফ্র্যাঞ্চাইজির প্রতিটি খেলোয়াড়ই ভালো ফর্মে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এই চার খেলোয়াড় যদি থাকত, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স আরও অপ্রতিরোধ্য হত। দেখে নেওয়া যাক, কোন চার ক্রিকেটারকে একেবারেই ছাড়া উচিত হয়নি মুম্বইয়ের।

এই চার তারকা খেলোয়াড়কে কখনই বাদ দেওয়া উচিত ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের 2

১. জস বাটলার

Jos Buttler was unbelievable and unstoppable': Glenn Maxwell on the Mumbai  opener's 37-ball 77

ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যান বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়েছেন। ওপেনিং থেকে শুরু করে ডেথ ওভারে দুর্ধর্ষ ম্যাচ জেতানো ইনিংস খেলতে ওস্তাদ বাটলার। ২০১৬ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন বাটলার। কিন্তু সেই সময় খুব ভালো ফর্মে ছিলেন না তিনি। ২০১৭ সালে ১০টি ম্যাচ খেলে ২৭২ রান করেন বাটলার। তার পরের মরশুমেই নিলামে বাটলারকে তুলে নেয় রাজস্থান রয়্যালস। আর তার পর থেকে রাজস্থানের হয়ে ফুল ফোটাতে শুরু করেন এই ইংরেজ ক্রিকেটার। সেই মরশুমে ১৩ ম্যাচে ৫৪৮ রান করেছিলেন বাটলার।

২. ডোয়েন ব্রাভো

All-Time XI Of Players Who Flopped While Playing For MI

চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন ডোয়েন ব্রাভো। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে দুরন্ত ক্যামিও ইনিংস খেলতে সক্ষম ব্রাভো। কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলার আগে তিনি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএল এর প্রথম তিন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন ব্রাভো। সেই তিন বছর মুম্বইয়ের হয়ে ৩০টি ম্যাচ খেলেছিলেন, যেখানে ৪৫৭ রান এবং ২৬টি উইকেট নিয়েছিলেন ব্রাভো। ২০১১ সালের নিলামে চেন্নাই সুপার কিংস তুলে নিয়েছিল এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। তারপর বাকিটা ইতিহাস।

৩. যুজবেন্দ্র চাহাল

5 Indian internationals you didn't know who played for Mumbai Indians

এই মুহুর্তে ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছেন চাহাল। কিন্তু আরসিবির হয়ে খেলার আগে আইপিএল এ তিনি উঠে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে। ২০১১-১৩ অবধি তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। তিন বছরে মাত্র একটিই ম্যাচ খেলেছিলেন চাহাল। এরপর ২০১৪ এর নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তুলে নেন এই স্পিনারকে। আর তারপর আরসিবির হয়ে ১২০টি উইকেট তুলে নেন চাহাল।

৪. শিখর ধাওয়ান

5 players whose IPL careers blossomed after leaving the Mumbai Indians

ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শিখর ধাওয়ান। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন ধাওয়ান। কিন্তু এর আগে তিনি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ২০০৯ সালে আশিস নেহরাকে দিল্লি ডেয়ারডেভিলসে পাঠিয়ে শিখর ধাওয়ানকে নিয়ে আসে মুম্বই। এরপর দুই মরশুম তিনি খেলেন মুম্বইয়ের হয়ে, যদিও সেরকম আহামরি কিছুই করতে পারেননি ধাওয়ান। ২০১১ আইপিএল এ তাকে রিলিজ দেয় মুম্বই। বর্তমানে আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধাওয়ান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *