গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের দুর্বিষহ মরশুম শেষ করল চেন্নাই সুপার কিংস। এই প্রথমবার আইপিএল এর প্লে অফে উঠতে পারল না তিন বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। চলতি মরশুমের মাঝেই সমালোচনার ঝড় উঠেছিল চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টকে নিয়ে। দলে যুব খেলোয়াড় থাকতে বয়স্ক ক্রিকেটারদের ক্রমাগত খেলানো, টিম কম্বিনেশন ঠিক করতে না পারা – একাধিক বিষয়ে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে এই চেন্নাই দলটির উপর। কিন্তু এখন সব শেষ।
আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়েই খেলবেন, তা নিশ্চিত করে দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আগামী মরশুমে কি চেন্নাই দলে বড়সড় পরিবর্তন আসবে, সে নিয়ে বড়সড় বার্তা দিয়ে বসলেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক। আগামী দিনের জন্য ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন ধোনি।
কিংস ইলেভেন পাঞ্জাবকে হারানোর পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি জানান, আগামী ১০ বছরে চেন্নাই সুপার কিংসের সাফল্যের জন্য বেশ কিছু বদল আসতে চলেছে এই দলে। মাহি জানিয়েছেন, “আমাদের দলের কোর গ্রুপকে কিছুটা পরিবর্তন করতে হবে এবং আগামী ১০ বছরের দিকে তাকাতে হবে। আইপিএল এর শুরুতে, আমরা একটি টিম বানিয়েছিলাম এবং সেটি আমাদের জন্য ভালো পারফর্ম করছিল। কিন্তু একটি সময় আসে যখন আপনাকে কিছু পরিবর্তন করতে হয়, আপনার অবস্থান থেকে কিছুটা সরতে হয় এবং আগামী প্রজন্মের হাতে তা তুলে দিতে হয়। এখন এটাই আমাদের নীতি হবে, একটি শক্তিশালী কোর গ্রুপ তৈরি করার চেষ্টা করতে হবে।”
এই মরশুমে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা দলগঠন থেকে শুরু করে মাঠে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তা স্বীকার করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেছেন, “এই বছর আমাদের পক্ষে অত্যন্ত কঠিন একটি মরশুম ছিল। আমরা একাধিক ভুল করেছি। শেষ চারটি ম্যাচ উদাহরণ ছিল আমরা কোথায় থাকতে চেয়েছিলাম। আমার মনে হয় না আমরা পুরো দমে খেলেছি। যদি আপনি ক্রমাগত আটকে যেতে থাকেন, তখন খুব কঠিন হয় নিজেকে এগিয়ে নিয়ে যেতে এবং দিনের পর দিন পারফর্ম করে যেতে। আমি গর্বিত যেভাবে আমরা তারা নিজেদের ক্রিকেট খেলেছে। ছয় থেকে সাতটি ম্যাচ আমাদের পক্ষে খুবই কঠিন ছিল।”