ভারতের বিরুদ্ধে সেমির লড়াইয়ে নামার অাগে কী কথা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মোরতাজা! 1

ওভাল: সাধের দল চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশের মানুষ আনন্দে মাতোয়ারা। ক্রিকেটারদের নিয়ে প্রত্যাশার পারদ বাড়ছে হু-হু করে। তবে দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি মর্তুজা আহ্বান জানিয়েছেন, ক্রিকেটারদের প্রত্যাশার চাপ থেকে মুক্ত রাখতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ থেকে গত আসরের ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টপকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে মাশরাফির নেতৃত্বাধীন দল। এই সাফল্য অর্জনের পর দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভারতের বিরুদ্ধে সেমির লড়াইয়ে নামার অাগে কী কথা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মোরতাজা! 2
মাশরাফি বিন মর্তুজা

New Zealand v Bangladesh - ICC Champions Trophy : News Photo

এখানে দেখুনঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দলের প্রধান কোচ!

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। আইসিসি’র একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে পদ্মাপারের দেশের এটাই সেরা সাফল্য। এই অর্জনকে ধারাবাহিক উন্নতির ফল বলে মনে করেন মোরতাজা। তিনি বলেন,

“একটা অনুরোধ করছি, আপনারা ভাববেন না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। ছেলেরা চাপমুক্ত থেকে খেলতে পারলে ভাল করবে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঠিক এমনটা জানিয়ে দেন মাশরাফি।

England v Bangladesh - ICC Champions Trophy : News Photo

ভারতের বিরুদ্ধে সেমির লড়াইয়ে নামার অাগে কী কথা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মোরতাজা! 3
বাংলাদেশ ক্রিকেট দল

মাশরাফি বলেন,

“সেমিফাইনালে যারা আসছে, তারা অবশ্যই যোগ্য দল হিসেবে আসছে। যেই আসুক তাদের বিরুদ্ধে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আগের ম্যাচের চেয়ে ভালো সুযোগ আসলে আরও সতর্ক থাকতে হবে। খারাপ সময় আসলেও এই ধরনের অবস্থায় অস্থির হওয়া যাবে না। এই জিনিসগুলো করতে পারলে দল আরও ভালো খেলবে।”

ভারতের বিরুদ্ধে সেমির লড়াইয়ে নামার অাগে কী কথা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মোরতাজা! 4
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শক্ত প্রতিপক্ষ নিউজিল্যান্ড-কে হারায় বাংলাদেশ

আরোও দেখুনঃ বাংলাদেশের এই ক্রিকেটারটি একসাথে দুই স্ত্রীর সঙ্গে ঘর করতে চান!

১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েই শেষ চারের টিকিট। সেমিতে সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতিও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

ভারতের বিরুদ্ধে সেমির লড়াইয়ে নামার অাগে কী কথা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক মোরতাজা! 5
আগামী ১৫ই জুন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

2017 ICC Champions Trophy Group A England v Bangladesh June 1st : News Photo

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *