কুম্বলের পাশে দাঁড়িয়ে এবার বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো লোধা কমিশন 1

এবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্তের ব্যাপারে সরাসরি সংঘাতের পথে গেল লোধা কমিশন। কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডকে চ্যালেঞ্জ জানিয়ে তারা পাশে দাঁড়ালো টিম ইন্ডিয়ার বর্তমান ‘হেড স্যার’ অনিল কুম্বলের। সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানো প্রস্তাব দিয়ে বোর্ড কর্তাদের কু’নজরে পড়ে যান কুম্বলে। তাঁর এই ধরণের আচরণ মোটেও পছন্দ হয়নি বিনোদ রাই নেতৃত্বাধীন বোর্ডের। সেটাকে মাথায় রেখে কুম্বলেকে আর কোনওভাবেই পরের মরশুমে কোহলিদের কোচ হিসেবে দলে দেখতে চাইছেন না বর্তমান বোর্ড কর্তারা। আর ঠিক সেই জায়গায় এদিন এই স্পর্শকাতর বিষয়ে মাথা গলিয়ে বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি৷

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে সুযোগ না পেয়ে ধোনির বিরুদ্ধে এমন কথা বলতে পারলেন হরভজন সিং!

আগামী কয়েক’দিনের মধ্যে ইংল্যান্ডে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বের খেলায় নেমে পড়বেন কোহলি, ধোনিরা। গতবারের চ্যাম্পিয়ন ভারতের ওপর এবারে ট্রফি জয়ের প্রত্যাশার পাহাড় সমতু্ল্য চাপ রয়েছে। এমন অবস্থায় সে দলের প্রধান কোচকে সরিয়ে বিসিসিআই কর্তাদের নতুন কোচ আনার উদ্যোগ একটুও খুশি করতে পারেনি লোধা কমিশনকে। সেটাকে মাথায় রেখে এদিন লোধা কমিশনের সেক্রেটারি গোপাল শঙ্করানারায়ণ এক প্রতিক্রিয়ায় বলেন, “বোর্ড জাতীয় দলের কোচ অনিল কুম্বলের সঙ্গে কি করবে, সেটা তাদের ব্যাপার। তবে গত এক বছরে কুম্বলের পারফম্যান্সের দিকে তাকালে বোঝা যাবে ও সত্যি কত বড় মাপের কোচ। আর সেই ব্যাক্তির সঙ্গে এই ধরণের ব্যবহার কাম্য নয়। আমাদের ধারণা, বোর্ড ইচ্ছা করেই কুম্বলের সঙ্গে এই ধরণের আচরণ করছে। ওরা বরং কুম্বলের সাফল্যকে মাথায় রেখে কোচ হিসেবে তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিক।”

বিসিসিআই কর্তারা অবশ্য লোধা কমিশনের সেক্রেটারি গোপাল শঙ্করানারায়ণের এই মন্তব্যেকে গুরুত্ব দিতে চাইছেন না। বোর্ডের এক আধিকারিক এদিন জানান, জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে লোধা কমিশনের বলার কোনও এক্তিয়ার নেই। সবটাই বোর্ড দেখবে।

বিরাটদের নতুন কোচের জন্য কী কী দেখবে বিসিসিআই! একনজরে দেখে নিন এখানে……….

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *