পাঞ্জাবের হারের পর বিসিসিআই-এর প্রতি ক্ষোভপ্রকাশ প্রীতি জিন্টার 1

রোমাঞ্চের নাম ক্রিকেট, তা আবারও প্রমাণ হল কালকের ম্যাচে। আইপিএল ১৩-এর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে আম্পায়ারের বড় একটি ভুল। ১৯তম ওভারে কাগিসো রাবাডার বলে ক্রিস জর্ডান দুই রান নেন, কিন্তু স্কোয়ার লেগ আম্পায়ার নীতিন মেনন সেটিকে শর্ট রান হিসেবে ঘোষিত করেন। যার জেরে এক রান বাদ যায় পাঞ্জাবের। আর এই এক রানের মাশুল বেশ বড়সড় হল পাঞ্জাবের জন্য।

IPL 2020: Preity Zinta Reacts After Umpiring Howler Denies Kings XI Punjab Victory Over DC

এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা ক্রিকেট দুনিয়ায়। আবারও প্রযুক্তির অপব্যবহারের ফলে ভুগতে হল একটি দলকে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন কিংস ইলেভেন পাঞ্জাবের সহ মালকিন প্রীতি জিন্টা।

KXIP boss Preity Zinta denies rift with team director Virender Sehwag - Sports News

 

গতকাল ম্যাচের পরেই আম্পায়ার ও আইসিসির এলিট প্যানেলের নতুন সদস্য নীতিন মেননের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ পোস্ট করেন টুইটারে। আর সেই টুইটকে রিটুইট করে সেহওয়াগের সমর্থন করেন প্রীতি। তিনি লিখেছেন, “অতিমারির মাঝেও আমি এখানে খুবই উৎসাহের সাথে এসেছি। ছয়দিন কোয়ারেন্টিন ও পাঁচবার কোভিড টেস্ট করেছি হাসি মুখে। কিন্তু এই একটি শর্ট রান আমায় বড় ধাক্কা দিল।”

Watch: Preity Zinta expresses happiness upon Mumbai Indians' exit from IPL 2018

এই টুইটেই এরপর আইপিএল-এ ব্যবহৃত প্রযুক্তিকে আক্রমণ করেন প্রীতি। তিনি লিখেছেন, “কি দরকার এমন প্রযুক্তির যদি তা কখনও ব্যবহারই না হয়? এখনই সময় বিসিসিআই-এর যাতে তারা নতুন নিয়ম নিয়ে আসে। প্রতি বছর এরকম ধরণের ভুল সিদ্ধান্ত চলতে পারে না।”

এরপর আরও একটি টুইটে একটু সংযত হয়ে নিজের বার্তা জানান প্রীতি। যদিও এই ধরণের ভুলের বিরোধীতা করতে ভোলেননি বলিউডের এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “আমি সবসময় বিশ্বাস করি জেতা বা হারার পর খেলার নীতি মেনে সংযত থাকতে হয়। কিন্তু এই ধরণের ভুলের জন্য নীতি পরিবর্তনের ডাক দেওয়াও অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে সকলের জন্য এই খেলার উন্নতি হয়। যা হওয়ার তা হয়ে গিয়েছে আর এখন জরুরি হল এগিয়ে যাওয়া। তাই আগামী দিনের জন্য মুখিয়ে রয়েছি এবং সবসময় ইতিবাচক রয়েছি।”

যদিও ম্যাচের সময় বিষয়টি পুরোপুরি বোঝা যায়নি, কিন্তু সুপার ওভার শুরু হওয়ার বিরতিতে টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছিল, ক্রিস জর্ডান দিব্যি তার ব্যাট ক্রিজের ভিতর রেখেছিল। স্কোয়ার লেগ আম্পায়ার নীতিন মেনন স্পষ্ট চোখে তা দেখলেও সেটিকে শর্ট রান হিসেবে ঘোষিত করেন।

delhi capitals beast kxip punjab in super over during ipl 2020 2nd match | KXIP vs DC: काम न आया मयंक का संघर्ष, जानिए कैसा रहा सुपर ओवर का थ्रिलर? | Hindi News, आईपीएल

এর ফলে আবারও প্রশ্ন উঠল বিসিসিআই ও আম্পায়ারদের প্রযুক্তির ব্যবহার নিয়ে। গত কয়েক বছর ধরেই এরকম বিষয় ঘটে চলেছে, আর এই নিয়ে আওয়াজও তুলেছেন খেলোয়াড় থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির কর্তারা। কিন্তু বিষয়টি এখনও সেই তিমিরেই আটকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *