দীর্ঘ ৩৮ বছর পর বৃহস্পতিবার ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা। ওই জয়ের সুবাদে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশাটা জোরালোভাবে জিইয়ে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। প্রথম ইনিংসে শিখর ধাওয়ানের ১২৫, রোহিত শর্মার ৭৮ এবং মহেন্দ্র সিং ধোনির ৬৩ রানের ওপর ভর করে স্কোরবোর্ডে ৩২১ রান তোলা ভারতকে শেষমেশ ৭ উইকেটে হারিয়ে দেয় ম্যাথিউজের অধীনে খেলা দলটি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবীদার টিম ইন্ডিয়া গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানে উড়িয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আত্মসমর্পন করে বসলো টিম শ্রীলঙ্কার কাছে।

বৃহস্পতিবারের কিংস্টোন ওভালে লঙ্কাবাহিনীর জয়ের পর গ্রুপ ‘বি’র চারটি দলের কাছেই প্রতিযোগিতার শেষ চারে ওঠার রাস্তা খুলে গেল। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তান, অন্যদিকে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। জয়ী দুই দল সরাসরি চলে যাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। স্বাভাবিকভাবে সেমিফাইনালে উঠতে হলে ভারতকে যেভাবেই হোক পরের ম্যাচে হারাতে হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। তবে বৃহস্পতিবারের ম্যাচে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে ভারতের ৭ উইকেটের হারকে মন থেকে না মেনে নিতে পারায় সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভারতীয় ক্রিকেট দলের নেতা বিরাট কোহলিকে সমালোচনায় ডুবিয়ে দিলেন বলিউডের বিতর্কীত অভিনেতা কামাল রসিদ খান ওরফে কেআরকে।

কোহলিকে টিপ্পনি কেটে ট্যুইটারে কেআরকে লেখেন, “আমার মতে, বিরাট কোহলি নিজের জীবনে কোনও ট্রফি জিততে পারবে না। কারণ, ও মাঠে খেলে কম লাফাই বেশি, কম চিন্তা করে এবং বেশি গালাগালি করে।”

আর একটি ট্যুইটে বলেন, “ভাই বিরাট কোহলি তুমি জালিয়াত এবং বেপাত্তা হয়ে যাওয়া বিজয় মালিয়ার সঙ্গে পার্টি করবে, তাহলে ম্যাচের ফলাফল তো এমনই হবে। গরীব মানুষের অভিশাপ তোমাকে জিততে দেবে না।”
Bro @imVkohli fraud n wanted @TheVijayMallya Ke Sath party Karoge Toh Result Toh Yahi Hona hai! Gareebon Ki Haai Toh Jeetne Nahi Degi!
— KRK (@kamaalrkhan) June 8, 2017
এখানে দেখুনঃ অাইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭: ভারত-পাক ম্যাচে বিরাটদের খেলা দেখতে মাঠে বিজয় মালিয়া, দিলেন নতুন হুঙ্কার!
আগামী রবিবার ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এই দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে পরের ম্যাচে আবার পাকিস্তানের কাছে হার স্বীকার করে বসে। নক আউটে জায়গা পেতে হলে প্রোটিয়াসদেরও ভারতকে কুপোকাৎ করতে হবে গ্রুপের শেষ ম্যাচে। এটাকে মাথায় রেখে কেআরকে আরও একটি ট্যুইটে লেখেন, “এটা ভাবতে খুব কষ্ট হয় যে দক্ষিণ আফ্রিকা পর পর দুটি ম্যাচে হারবে। ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে আবার সেই দক্ষিণ আফ্রিকা খেলতে নামবে।”
It’s tough to believe that South Africa can get defeated twice in a row while #BBCITeam will play next match with South Africa only. Lol????
— KRK (@kamaalrkhan) June 8, 2017
বলিউডের এই বির্তকীত অভিনেতা কেন্নিংটন ওভালে ভারতের পারফরম্যান্সের সমালোচনা করার পাশাপাশি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন। এ বিষয়ে তিনি বলেন, “২ কোটি জনবসতিপূর্ণ শ্রীলঙ্কা থেকে তাদের বোর্ড সেরা একাদশ বেছে নিতে পেরেছে বিশ্বসেরা ভারতকে হারানোর জন্য, সেখানে ১৩০ কোটির ভারত থেকে বিসিসিআই সেরা একাদশ বাছতে পারেনি টিম শ্রীলঙ্কাকে হারানোর জন্য।”
SriLanka has found 11best players out of 2Cr population who can defeat BCCIteam but BCCI is not able to find 11winners from 130Cr population
— KRK (@kamaalrkhan) June 8, 2017
তিনি আরও লেখেন, “এদিন ভালো খেললো শ্রীলঙ্কা। এবং তারা প্রমাণ করলো এটা কলি যুগ। আর কলিযুগে রাবণরাই জেতে।”
Aaj Toh Sri Lanka team Ne #BCCITeam Ki Kahkar Leli! And They have proved dat it’s Kalyug, so now only Ravan wins. #INDvSL #ChaimpionsTrophy
— KRK (@kamaalrkhan) June 8, 2017
আরোও পড়ুনঃ ম্যাচ হারের পর নিজেদের পিঠ বাঁচাতে একি বলে ফেললেন অধিনায়ক বিরাট কোহলি