অ্যান্টিগা: মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়েই ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে ভাবছেন বিরাট কোহলি। কোচ কুম্বলে ছাঁটাইয়ের পর ক্যাপ্টেন কোহলির নিশানায় ধোনি রয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনিল কুম্বলে সরে যাওয়ার পর ভারতীয় দলে কার্যত ‘মালিক’ এখন বিরাট কোহলিই। সুযোগ এসেছে ভারতীয় দলে নিজের কর্তৃত্বটা পুরোপুরি প্রতিষ্ঠা করার। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই সুযোগটাই কোহলি মুঠোয় পুরে নিতে চাইছেন। সেই সঙ্গে তিনি দল চালাতে পারেন নিজের মর্জিতে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই বোঝা গেছে, এই ভারতের সঙ্গে পাল্লা দেওয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজ হবে ন। এই কারণেই দলের নতুনদের ভাল করে দেখে নেওয়ার কথা ভাবছেন বিরাট। অধিনায়কের এই পরিকল্পনায় প্রথম কোপটা পড়তে পারে ধোনির ওপরেই। ২০১৯ বিশ্বকাপের দলে মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, এমনকি রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজা থাকবেন কি না, এই প্রশ্ন এখনই উঠে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের একটা অংশ মনে করে, এখন থেকে সেই প্রস্তুতিটা শুরু করে দেওয়া উচিত। যেন আকস্মিক পালাবদলের মধ্যে পড়ে বড় ধাক্কা না খেতে হয়।

এই ওয়েস্ট ইন্ডিজ সফরটা তাই ভারতের জন্য হতে পারে পরীক্ষা-নিরীক্ষার বড় জায়গা। এটিই সুযোগ হয়ে আসতে পারে ঋষভ পন্থের জন্য। আইপিএলে নজরকাড়া পারফরমেন্স করা এই তরুণকে অনেক আগে থেকেই ধোনির সঙ্গে তুলনা করা হচ্ছে। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে পন্থের। শেষ আইপিএলে ১৪ ম্যাচে ৩৬৬ রান করেন ১৯ বছর বয়সী এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। রঞ্জি ট্রফিতে ৪৮ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পন্থ এই মুহূর্তে জাতীয় দলের ঢোকার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন
দলের অন্য তরুণ, চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে বেশ সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এবার সম্ভবত পন্থের পালা। তবে সরাসরি ধোনির বদলি হিসেবে তিনি খেলবেন, নাকি অফফর্মে থাকা যুবরাজ সিংয়ের বদলে মিডল অর্ডারে জায়গা করে দেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়। সব জল্পনার অবসান ঘটাতে অাগামী ম্যাচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যান্টিগায় হতে চলেছে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে। সেখানে বোঝা যাবে ধোনি জমানার শেষের শুরু হতে চলেছে কিনা। কারণ, ২০১৯ বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি।