হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 1
Dinesh Karthik of the Kolkata KnightRiders leads the team out during match five of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Chennai Superkings and the Kolkata Knight Riders held at the M. A. Chidambaram Stadium in Chennai on the 10th April 2018. Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে চেন্নাইকে হারানোর পর অত্যন্ত আত্মবিশ্বাসী কেকেআর, এবার লিগ তালিকায় শেষে থাকা কেএল রাহুলের দলের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি নিয়ে নামবে তারা? দেখে নেওয়া যাক নাইটদের সম্ভাব্য একাদশ।

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 2

১. রাহুল ত্রিপাঠী

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 3

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের আসল জায়গা অর্থাৎ ওপেনিং স্লট পেয়েছিলেন রাহুল ত্রিপাঠী। আর সুযোগ পেয়েই দুর্দান্ত ব্যাটিং করেছেন। একদিক ধরে রেখে কেকেআর-কে বড় রানের লক্ষ্যে নিয়ে গিয়েছিলেন ত্রিপাঠী। ফলে এই ম্যাচেও তিনি ওপেনিংয়ে নামবেন।

২. শুভমন গিল

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 4

গত ম্যাচে ব্যর্থ হলেও এবারের আইপিএল-এ কলকাতার হয়ে সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে আছেন শুভমন। ফলে ত্রিপাঠীর সাথে ওপেনিংয়েই নামবেন গিল।

৩. নীতিশ রানা

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 5

ডান হাতি ও বাঁ হাতির কম্বিনেশন বজায় রাখতে তিন নম্বরে নামবেন দিল্লির এই তরুণ ব্যাটসম্যান। টি২০ স্পেশালিস্ট এই বাঁ হাতি ব্যাটসম্যান কেকেআর-এর টপ অর্ডারের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবেন।

৪. সুনীল নারাইন

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 6

গত ম্যাচে সকলকে অবাক করে চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ক্যারিবিয়ান এই স্পিনার। দুরন্ত একটি ক্যামিও খেললেও সেটিকে বড় রানে নিয়ে যেতে ব্যর্থ ছিলেন নারাইন। তবে চার নম্বরে আবারও ফাটকা হিসেবে নারাইনকেই নামাতে পারে ম্যানেজমেন্ট। পাশাপাশি বল হাতে অত্যন্ত ভালো বোলিং করছেন নারাইন, রান দিচ্ছেন কম, ব্যাটসম্যানদের চমকে দিচ্ছেন নিজের বৈচিত্র্যপূর্ণ অফস্পিনের মাধ্যমে।

৫. ইয়ন মর্গ্যান 

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 7

মিডল অর্ডারকে ধরতে এবং প্রয়োজনে রান রেটকে বাড়াতে নামবেন ইংরেজ তারকা ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান। গত ম্যাচে ব্যর্থ হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজের জাত চিনিয়েছিলেন মর্গ্যান। পাশাপাশি দীনেশ কার্তিককে অধিনায়কত্বের কিছুটা সাহায্য করেছেন তিনি।

৬. দীনেশ কার্তিক

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 8

অত্যন্ত খারাপ ফর্মে রয়েছেন তামিলনাড়ুর এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু অধিনায়ক হওয়ার জেরে তিনি থাকবেন প্রথম একাদশে।

৭.  আন্দ্রে রাসেল

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 9

ব্যাট হাতে খুব একটা আহামরি ফর্মে না থাকলেও তার মত বিধ্বংসী ব্যাটসম্যানের ফর্মে ফিরতে বেশি সময় লাগে না। পাশাপাশি বল হাতেও বেশ কার্যকরী ভূমিকা নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার।

৮. প্যাট কামিন্স

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 10

অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স ওপেনিং স্পেলে দুর্ধর্ষ বোলিং করছেন। পাশাপাশি ব্যাট হাতেও ক্যামিও ইনিংস খেলতে সক্ষম তিনি। ফলে এই একাদশে তিনি থাকছেনই।

৯. শিবম মাভি

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 11

ডেথ ওভার এবং শুরুর দিকের ওভারগুলিতে অত্যন্ত ভালো বোলিং করেছেন এই তরুণ পেসার। গতি ও বৈচিত্র্যের দারুণ সমাহারে নাইটদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মাভি।

১০. কমলেশ নাগারকোটি

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 12

মাভি ও কামিন্সকে যোগ্য সঙ্গত দিতে এবং অতিরিক্ত পেস জেনারেট করার জন্য কমলেশ নাগারকোটিকে এই ম্যাচের জন্যও রাখতে চলেছেন নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।

১১. বরুণ চক্রবর্তী

হারের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স 13

দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ভারতীয় মিস্ট্রি স্পিনার। রান কম দিচ্ছেন, এবং প্রয়োজনীয় উইকেটগুলিও তুলে নিচ্ছেন। অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন এই স্পিনার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *