অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্কমূলক বার্তা দিলেন কেভিন পিটারসন 1

এই মুহুর্তে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অত্যন্ত খারাপ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে এই মুহুর্তে লিগ তালিকার শেষে রয়েছে পাঞ্জাব, আর তার অন্যতম কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেছেন গ্লেন ম্যাক্সওয়েলের অফ ফর্মকে। ব্যাট হাতে ছয় ইনিংসে মাত্র ৪৮ রান করেছেন ম্যাক্সওয়েল, যেখানে স্ট্রাইক রেট লজ্জাজনক ৮৫.৭১ এ রয়েছে। পাশাপাশি বল হাতেও প্রচুর রান দিয়ে ফেলছেন ম্যাক্সি। মাত্র একটি উইকেট নিয়েছেন ৯.২৯ ইকোনমি রেটে।

অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্কমূলক বার্তা দিলেন কেভিন পিটারসন 2

গত ম্যাচে একপ্রান্ত থেকে যখন নিকোলাস পুরান দুর্দান্ত ব্যাটিং করছিলেন, তখন তাকে যোগ্য সহায়তা দিতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র ১১ বলে সাত রান করেছেন এই অসি ক্রিকেটার। আর এবার ম্যাক্সওয়েলকে সরাতে বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের মত, ম্যাক্সওয়েলকে সরিয়ে আনা হোক ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেইলকে। এবার ম্যাক্সওয়েলের জন্য কিংস ইলেভেন পাঞ্জাব ম্যানেজমেন্টকে বিশেষ বার্তা দিলেন কেভিন পিটারসন।

অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্কমূলক বার্তা দিলেন কেভিন পিটারসন 3

বরাবরই স্পষ্টবক্তা কেভিন পিটারসন মনে করেন এই বছরটা অধিনায়ক কে এল রাহুলের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। তিনি পাঞ্জাবের বিদেশীদের খারাপ পারফর্মেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন, বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েলের। আইপিএল এর সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের পোস্ট ম্যাচ শোয়ে ইংল্যান্ডের এই প্রাক্তন ব্যাটসম্যান জানিয়েছেন, “এই বছরটা কে এল রাহুলের কাছে খুবই কঠিন হবে। বড় ও তারকা খেলোয়াড়দের তরফ থেকে সাপোর্ট তিনি পাচ্ছেন না এবং তার মধ্যে বিশেষ একজন হলেন গ্লেন ম্যাক্সওয়েল। হয় ম্যাক্সওয়েলকে বসিয়ে দিক নইলে আর মাত্র একটা সুযোগ দিক।”

অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্কমূলক বার্তা দিলেন কেভিন পিটারসন 4

গত ম্যাচে ২০২ রানের বিরাট টার্গেট তাড়া করতে গিয়ে একা নিকোলাস পুরান ছাড়া বাকিরা সকলেই ব্যর্থ। এছাড়া প্রতিটি ম্যাচেই বড় রান করেন পাঞ্জাবের দুই ওপেনার কে এল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। এই দুই তারকা ভারতীয় ব্যাটসম্যানের উপর প্রতিবারই চাপ পড়ে, এমনটাই মনে করেন কেভিন পিটারসন। পোস্ট ম্যাচ শোয়ে তিনি জানিয়েছেন, “রান তাড়া করতে গিয়ে কে এল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের উপর অনেকটাই চাপ পড়ে যায়। এমন চাপ পড়া কখনই উচিত নয়। নিকোলাস পুরান ভালো ইনিংস খেলেছেন। কিংস ইলেভেন পাঞ্জাব দলের এদিকে ওদিকে কিছু ভালো খেলোয়াড় রয়েছে।”

অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সতর্কমূলক বার্তা দিলেন কেভিন পিটারসন 5

পাশাপাশি উইকেটকিপিং ও অধিনায়কত্বের অতিরিক্ত ভার থাকায় আরও চাপের সম্মুখীন হচ্ছেন কর্নাটকের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। সেই নিয়ে পিটারসন জানিয়েছেন, “আপনি কখনই কে এল রাহুলকে একসাথে অধিনায়কের ভার ও উইকেটকিপিংয়ের দায়িত্ব দিয়ে ভাবতে পারেন না যে উনি একাই সব রান তুলে দেবেন কারণ বাকি বিদেশী খেলোয়াড়রা রান করতে পারছে না। এই স্ট্র্যাটেজির ফলে প্রচন্ড চাপ পড়ে রাহুলের উপর।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *