ধোনি কোনওদিনই পারফর্ম করতে পারবেন না যদি তিনি এই কাজটি করেন, কড়া বার্তা কপিল দেবের 1

গত রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে কিছুটা সম্মান ফিরিয়ে এনেছিল চেন্নাই সুপার কিংস। যদিও মোটের উপর তাদের এবছরের মরশুম একেবারেই খারাপ গিয়েছে তা বলাই যায়। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জয় পেয়েছে দুই বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। এবং এই ব্যর্থতার জন্য অনেকটা হলেও দায়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিপিং গ্লাভস হাতে বেশ দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাট হাতে সেই আগের ঝলক দেখাতে পারেননি ৩৯ বছরের এই উইকেটকিপার ব্যাটসম্যান। পাশাপাশি তার দল নির্বাচন এবং যুব ক্রিকেটারদের সুযোগ না দেওয়া নিয়েও উঠেছে একাধিক সমালোচনা।

ধোনি কোনওদিনই পারফর্ম করতে পারবেন না যদি তিনি এই কাজটি করেন, কড়া বার্তা কপিল দেবের 2

এই অবস্থায় আগামী মরশুমে চেন্নাই সুপার কিংস তথা আইপিএল এ খেলবেন কিনা, সে বিষয়ে নিশ্চয়তা প্রদান করেন মহেন্দ্র সিং ধোনি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসের সময় তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি সামনের বছর আইপিএল থেকে অবসর নিচ্ছেন, তার উত্তরে ধোনি জানান, “ডেফিনেটলি নট”, অর্থাৎ “একদমই নয়”। কিন্তু এই মরশুমে যে খারাপ ফর্ম দেখিয়েছেন মাহি, তা কি আগামী মরশুমে শুধরাতে পারবেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশার?

ধোনি কোনওদিনই পারফর্ম করতে পারবেন না যদি তিনি এই কাজটি করেন, কড়া বার্তা কপিল দেবের 3

এই বিষয়ে নিজের মন্তব্য পেশ করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কিংবদন্তী এই ভারতীয় অলরাউন্ডার বরাবরই মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে অত্যন্ত ভালো কথা বলেন। ধোনিকে সেরা অধিনায়ক বলতেও কুন্ঠাবোধ করেন না তিনি। কিন্তু এই সময়ে যখন ধোনি ক্রমশই ফর্ম হারিয়েছেন, তখন ধোনির এই কার্যকলাপটির প্রতি সন্তুষ্ট হতে পারেননি কপিল দেব।

ধোনি কোনওদিনই পারফর্ম করতে পারবেন না যদি তিনি এই কাজটি করেন, কড়া বার্তা কপিল দেবের 4

জনপ্রিয় সংবাদ মাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেবকে যখন জিজ্ঞাসা করা হয় যে কিভাবে মহেন্দ্র সিং ধোনি নিজের ফর্ম ফিরে পাবেন, সেই প্রশ্নের জবাবে কপিল দেব জানান যে শুধু আইপিএল খেলার আশায় থাকলে ফর্মে ফেরা কার্যত অসম্ভব হয়ে যাবে ধোনির জন্য। এই নিয়ে সেই সাক্ষাতকারে কপিল বলেছেন, “যদি মহেন্দ্র সিং ধোনি ভেবে থাকেন যে তিনি শুধু প্রতি বছর আইপিএল খেলে যাবে, তাহলে ওনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে পারফর্ম করার জন্য। বয়স সম্বন্ধে কথা বলা কখনই ভালো নয় কিন্তু ওনার এই বয়সে, উনি যত খেলবেন, ওনার শরীর ততই সচল হবে।”

ধোনি কোনওদিনই পারফর্ম করতে পারবেন না যদি তিনি এই কাজটি করেন, কড়া বার্তা কপিল দেবের 5

গত বছর বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর কার্যত সকল ধরণের ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরুর কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণাও করে দিয়েছিলেন ধোনি। দীর্ঘ ১৪ মাসের সন্ন্যাসের পর আবারও আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফর্মেন্স দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর আর সেই ভাবে পারফর্ম করতে পারেনি চেন্নাই। এই মরশুম কার্যত ভুলতে চাইবেন মহেন্দ্র সিং ধোনি। ১২টি ইনিংসে ২৫ এর গড়ে মাত্র ২০০ রান করেছেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট মোটে ১১৬.২৯।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *