এ যেন এক প্রকার মিনি হাসপাতালে পরিণত হয়েছে টিম ইন্ডিয়া। গত টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারি। কার্যত ছিটকে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন ঋষভ পন্থ। কিন্তু এবার সিরিজের সব থেকে বড় ধাক্কাটি পেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ব্রিসবেনে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। চোটের জেরে বেরিয়ে গেলেন এই তারকা ক্রিকেটার।
জনপ্রিয় সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী, কুঁচকির টানের জন্য সিরিজের শেষ টেস্ট খেলতে পারবেন না বুমরাহ। জানা গিয়েছে, সিডনিতে তৃতীয় টেস্ট খেলার সময় এই চোটে ভুগেছেন বুমরাহ। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, স্ক্যান মারফত দেখা গিয়েছে যে বুমরাহের কুঁচকিতে টান ধরেছে, আর এর জেরে চতুর্থ টেস্ট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
এই নিয়ে বিসিসিআই এর এক সূত্র পিটিআইকে বলেছেন, “সিডনিতে ফিল্ডিং করার সময় জসপ্রীত বুমরাহ কুঁচকিতে চোট পেয়েছিলেন। উনি ব্রিসবেন টেস্টে বসে থাকবেন কিন্তু আশা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজে তাঁকে পাওয়া যাবে।”
আগামী মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত, আর সেই সিরিজে জসপ্রীত বুমরাহকে চায় টিম ইন্ডিয়া। ফলে এই চতুর্থ টেস্টে তাকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না টীম ম্যানেজমেন্ট। আর এর ফলে ১৫ জানুয়ারিতে হওয়া ম্যাচটিতে কার্যত নবাগত একটি পেস ব্রিগেড নিয়ে নামবে টিম ইন্ডিয়া।