IPL

ক্রিকেটে ফাস্ট বোলারদের আধিপত্য বরাবরই। সদ্য শেষ হওয়া আইপিএল (IPL) মরশুমে দেখা যায় ফাস্ট বোলাররা তাদের মারাত্মক বল দিয়ে ব্যাটসম্যানদের কতটা চাপে ফেলে দেন। বিশেষ করে তরুণ উমরান মালিক তার বুলেটের গতিতে ঝড় তোলেন। কিন্তু তারপরও আইপিএলের দ্রুততম বলটি করতে পরেননি তিনি। সেই জায়গায় রয়েছেন বিদেশি এক বোলার। এই প্রতিবেদনে আইপিএলের সেরা পাঁচ জোরে ডেলিভারির সম্পর্কে বলতে চলেছি।

শন টেইট

IPL: আইপিএলের ইতিহাসে ৫টি দ্রুততম ডেলিভারি, তালিকায় রয়েছেন এক ভারতীয় !! 1

অস্ট্রেলিয়ার এই বোলারকে পৃথিবীর অন্যতম জোরে বোলারের তকমা দেওয়া হয়। নিজের নামের প্রতি সুবিচার করে  আইপিএলে দ্রুততম বোলারদের তালিকায় স্থান পেয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে দ্রুততম বল করেছেন টেইট। আইপিএল ২০১১-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় টেইট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫৭.৭১ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন। এই রেকর্ড এখন পর্যন্ত কোন বোলার ভাঙতে পারেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *