চলতি আইপিএলে (IPL 2022) শেষ চারে যাওয়ার জন্য অঙ্কটা বেশ কঠিন ছিল কলকাতা নাইটরাইডার্সের জন্য। শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলবে না, সেই সঙ্গে অন্য দলগুলির হারের জন্য প্রার্থনাও করতে হবে। সব মিলিয়ে গোটা বিষয়টা ছিল বেশ জটিল। তবে বুধবার রাতে লখনউ সুপার জায়েন্টসের কাছে হেরে যাবতীয় আলোচনা বন্ধ করে দিল নাইট বাহিনী। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ জিতে এবারের আইপিএল অভিযান শেষ করলো শ্রেয়াস আইয়ারের দল। সেই সঙ্গে সলীল সমাধি ঘটল শাহরুখ খানের দলের শেষ চারে যাওয়ার যাবতীয় অঙ্ক। এই হারের কারণে চারিদিকে হইচই রব। এবারের টুর্নামেন্টে অনেক আগেই প্লে অফে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। কলকাতাও সেই রাস্তায় হাঁটার পর নয়া নজির হল আইপিএলের আঙিনায়। এই প্রথম আইপিএলের প্লেঅফের এই তিন দলের কাউকেই দেখতে পাওয়া যাবে না। তবে কেকেআর সমর্থকরা এখন দলের এই ব্যর্থতার পর কাঁটাছেড়া করতে বসে পড়েছে। আর সেটার দিকে নজর দিলে তিনটি বড় ফ্যাক্টর উঠে আসছে।
টিমে ক্রমাগত পরিবর্তন
টুর্নামেন্টের শুরুতে পরপর তিন ম্যাচ জিতে এবার সবার নজর কেড়ে নিয়েছিল কেকেআর। সেই সময় মনে হয়েছিল, কলকাতাই এবার সবথেকে ব্যালেন্সড দল। তবে যত দিন গড়িয়েছে ততই হারের মুখে পড়তে হয়েছে তাদের। আর প্রতিটা হারের পর দলে পরিবর্তন এনেছেন শ্রেয়াস আইয়ার। দলে এত বেশি পরিবর্তন আদতে দলের পারফরমেন্সের ওপরই প্রভাব ফেলে। কারণ প্রতিটি ক্রিকেটারের মাথাতেই ঘুরত এটাই হত তাদের শেষ ম্যাচ। সাফল্যের প্রধান চাবিকাঠিই হল ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানো। কলকাতার ক্ষেত্রেই এই জিনিসটাই এবার দেখা যায়নি।