অনিল কুম্বলের বিরুদ্ধে অভিযোগ ভারতীয় ক্রিকেটারদের, কিন্তু কেন? দেখে নিন… 1

মুম্বই: আগামী পয়লা জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।তার আগেই ভারতীয় শিবিরে গৃহ বিবাদ! শোনা যাচ্ছে, জাতীয় দলের খেলোয়াড়রা নাকি কোচ অনিল কুম্বলের ওপর অসন্তুষ্ট। কুম্বলের নামে অভিযোগ করে সেই অসন্তুষ্টি নাকি প্রকাশও করেছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা।ইন্ডিয়া টুডে টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় দলের ক্রিকেটাররা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-র (বিসিসিআই) কমিটি অব এডমিনিস্ট্রেশনের (সিওএ) কাছে কুম্বলের নামে অভিযোগ করে।

কুম্বলের পাশে দাঁড়িয়ে এবার বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো লোধা কমিশন

রিপোর্টে বলা হয়, “টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অনিল কুম্বলের ওপর সন্তুষ্ট নয়। তারা কোচের কর্তৃত্ব-ফলানো আচরণের কারণে কমিটি অব এডমিনিস্ট্রেশনের কাছে অভিযোগ করেছে।” ড্রেসিং রুমে নাকি কোন স্বাধীনতা নেই, সেই জনই বেশি অসন্তুষ্ট বিরাট কোহলির দল।

গত বছর কুম্বলেকে এক বছরের জন্য ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়।চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে।ইতিমধ্যেই নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছে বিসিসিআই।

১লা জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে।গতবারের চ্যাম্পিয়ন ভারত নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে আগামী ৪ঠা জুন। ‘বি’ গ্রুপে ভারতের অন্য দুই প্রতিপক্ষ হল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।মূল টুর্নামেন্টের আগে গত রবিবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বিরাট কোহলির দল।মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া।

বিরাটদের নতুন কোচের জন্য কী কী দেখবে বিসিসিআই! একনজরে দেখে নিন এখানে……….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *