Use your ← → (arrow) keys to browse
ঢাকে কাঠি পড়েছে বেশকিছুদিন আগেই। বাছাই ক্রা ক্রিকেটার নেওয়ার জন্য নিলামও সমাপ্ত। এতএব, সমস্ত ফ্রাঞ্চাইসিগুলি তৈরি পুরোদমেই। এবার শুধু খেলতে নামার অপেক্ষা। ভারতের এই ঘরোয়া প্রতিযোগীতায় বিদেশি ক্রিকেটাররা থাকলেও, প্রতিটি দলে ভারতীয় ক্রিকেটারদের প্রাধাণ্য দেওয়া হয়। তাই নিয়ম করেই প্রতিটি দলে মাত্র চার জন বিদেশী খেলানোর নিয়ম বলবৎ আছে।ভারতীয় সেই সমস্ত ক্রিকেটারদের নিরিখে কোন দল কতটা শক্তিশালী তার মূল্যায়ন করল স্পোর্টসউইকি।
Use your ← → (arrow) keys to browse