গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে কার্যত প্লে অফে নিশ্চিত হয়ে গিয়েছে চার বারের আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি। আর গতকালের জয়ের অনেকটাই কৃতিত্ব যায় অপরাজিত ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলা মুম্বইকার সূর্যকুমার যাদবের উপর। অনেকেরই দাবি ছিল, অস্ট্রেলিয়া সফরের জন্য দলে জায়গা দেওয়া হোক সূর্যকে। কিন্তু তা হল না।
আর এর ফলে অনেকেই বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্তর্গত রাজনীতিকে দায়ী করছেন। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, অনেকেরই দাবি, যোগ্য হয়েও দলে সুযোগ পাচ্ছেন না সূর্য। যদিও গতকাল মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়কের প্রতি প্রশংসা করতে ভোলেননি কেউই। এবার জাতীয় দলে সূর্যর সুযোগ পাওয়া নিয়ে বেশ ভালো মন্তব্য করলেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
বরাবরই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকতে পছন্দ করেন রবি শাস্ত্রী। দীর্ঘ সময় বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যের কাজ করার দরুণ জানেন, কত ক্রিকেটার পারফর্ম করেও সুযোগ পান না। নিজের ক্রিকেটীয় কেরিয়ারেও এমনটা ভুগতে হয়েছে শাস্ত্রীকে। আর সেই কারণে ৩০ বছরের এই ডান হাতি স্টাইলিশ ব্যাটসম্যানকে বিশেষ পরামর্শ দিয়ে বসলেন রবি শাস্ত্রী।
গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পাঁচ উইকেটে হারানোর পর সূর্যকুমার যাদবের প্রতি প্রশংসা প্রকাশ করেন রবি শাস্ত্রী। তারই পাশাপাশি, জাতীয় দলে প্রবেশের জন্য বিশেষ পরামর্শ দিয়ে দিলেন প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার। নিজের টুইটারে রবি শাস্ত্রী সূর্যকুমার যাদবের ছবি পোস্ট করে সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “সূর্য নমস্কার, শক্ত থাকো আর শান্ত থাকো।”
Surya namaskar 🙏🏻. Stay strong and patient @surya_14kumar #MIvsRCB pic.twitter.com/oJEJhekwpC
— Ravi Shastri (@RaviShastriOfc) October 28, 2020
শুধু আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেটেও মুম্বইয়ের মত শক্তিশালী দলের হয়ে অত্যন্ত ভালো পারফর্মেন্স দিয়ে এসেছেন সূর্যকুমার যাদব। ৭৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৪ এর গড়ে ৫৩২৬ রান করেছেন তিনি, যেখানে ১৪টি সেঞ্চুরি রয়েছে তার নামে। এদিকে লিস্ট এ কেরিয়ারে সূর্য ৩৫ এর গড়ে ২৪৪৭ রান করেছেন, যেখানে তিনি দুটি সেঞ্চুরি এবং ১৫টি অর্ধশতরান করেছেন। সুতরাং, ভালো পারফর্মেন্স সত্ত্বেও জাতীয় দলে তিনি ডাক পাচ্ছেন না।