রবিবার লন্ডনের ওভালে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই দুই দল দীর্ঘ ৯ বছর পর আইসিসি–র কোনও বড় ধরণের প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হতে চলেছে। শেষবার ভারত–পাকিস্তান ২০০৭ সালে আইসিসি টি–২০ বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে ২২ গজে নেমেছিল। সেবারে ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া পাকিস্তানকে উড়িয়ে প্রথমবারের মতো টি–২০ বিশ্বকাপের ফাইনালে জিতেছিল। আর এবারের ফাইনালেও ঠিক সেই ধরণের ফলাফলের আশায় গোটা দেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ২২ গজের লড়াইকে ঘিরে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা এক উত্তেজনা। রবিবারের ফাইনাল জয়ের ব্যাপারে আশাবাদী দুই দেশের সমর্থকেরা। যদিও লন্ডনের আবহাওয়া দফতর রবিবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জৌলুস ফিকে করে দেওয়ার লক্ষ্যে যেন উঠে পড়ে লেগেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে বাধা সৃষ্টি করেছিল ভিলেন বৃষ্টি। শোনা যাচ্ছে, রবিবারের ওভালে ভারত–পাকিস্তান ম্যাচের মধ্যেই নাকি না চাইতেও হানা দিতে পারে ভিলেন বৃষ্টি।
যদিও খুশির খবর, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে। একান্ত বৃষ্টির জন্য রবিবার ম্যাচ আয়োজন করা না গেলে, সোমবার ওই হাইভোল্টেজ ম্যাচটি আয়োজন করা হবে। হাতে অতিরিক্ত একটি দিন থাকার ফলে ডি এল মেথডের কাঁধে না চেপেও ক্রিকেটপ্রেমীদের যেভাবেই হোক ভারত–পাক ডুয়েলের ফলাফল দেখা থেকে আর বঞ্চিত হতে হবে না। যদিও এর আগে দুটি সেমিফাইনালে এই ধরণের কোনও রিজার্ভ ডে রাখা হয়নি।
যদি ওভালে বৃষ্টির প্রকোপ রিজার্ভ ডে তেও বজায় থাকে, দুই দল পুরো ওভার খেলতে না সক্ষম হয়, তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগাভাগি করে দেওয়া হবে। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, সুপার ওভার দ্বারায় ফয়সালা করে নেওয়া হবে। এবং শেষমেশ যদি কোনওভাবে ম্যাচ আয়োজন করা না গেলে শিরোপা ভাগাভাগি করে নিতে হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে।
এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা একসঙ্গে দুটি দলকে যুগ্মভাবে দেওয়া হয়েছে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত, শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচের পাশাপাশি রিজার্ভ ডে তেও টানা বৃষ্টির হওয়ার জন্য খেলা বাতিল হয়ে যায়। তারপর ওই দুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আইসিসি–র তরফ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা মাত্র দুটি ক্ষেত্রে ঘটতে দেখা গিয়েছে। বৃষ্টির জন্য ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় দুই ফাইনালিস্টকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মজার ঘটনা হল, দুটি ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দল উপস্থিত ছিল।