গতকাল থ্রিলার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ছয় উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। দুবাইয়ের বড় মাঠে কলকাতা নাইট রাইডার্সের ১৭২ রানের জবাবে ঋতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত ৭২ রানের ইনিংস এবং শেষে রবীন্দ্র জাদেজার দুরন্ত ক্যামিওতে শেষ বলে ম্যাচ জেতে চেন্নাই। কিন্তু ইতিমধ্যেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ১৩টি ম্যাচের মধ্যে ৮টি হেরে এই মুহুর্তে লিগ তালিকার একেবারে শেষে রয়েছে চেন্নাই সুপার কিংস।
এই অবস্থায় সমর্থক থেকে বিশেষজ্ঞদের মনে প্রশ্ন, তবে কি এই বছরই অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে শেষ আইপিএল খেলে নিলেন মহেন্দ্র সিং ধোনি? চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। এবারের আইপিএল এ খুব একটা ভালো ফর্মেও নেই ভারতের এই প্রাক্তন অধিনায়ক। কলকাতার বিরুদ্ধে মাত্র এক রান করে আউট হন ধোনি। আর তারপরেও প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠেছে।
এই বিষয়ে এবার অত্যন্ত সাহসী মন্তব্য করে বসলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। বরাবরই মহেন্দ্র সিং ধোনির বিষয়ে সমালোচনামূলক মন্তব্যই করেন গম্ভীর। দুজনে মিলে একসাথে একাধিক ম্যাচ খেললেও ভিতরে ভিতরে যেন এই দুই ক্রিকেটারের মধ্যে চলে ঠান্ডা লড়াই। ধোনির তরফ থেকে কোনও কিছু বার্তা না এলেও যত কথা বলেন গম্ভীরই। আর এবার আইপিএল এ ধোনির ভবিষ্যৎ এবং চেন্নাই সুপার কিংসে ধোনি আদৌ অধিনায়ক হিসেবে থেকে যাবেন কি না সেই নিয়ে মন্তব্য করলেন গৌতম গম্ভীর।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর জানিয়েছেন যে ধোনি যদি পরের মরশুমে অধিনায়ক হিসেবে থাকেন তাহলে তিনি অবাক হবেন না কারণ চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষের সাথে ধোনির সম্পর্ক ভালো। এই বিষয়ে গম্ভীর বলেছেন, “আমি বারংবার বলেছি যে চেন্নাই সুপার কিংস আজকে এই জায়গায় এসেছে কারণ তাদের অধিনায়কের সাথে দলের মালিকদের সুসম্পর্কের জন্য। তারা মহেন্দ্র সিং ধোনিকে সমস্ত স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এবং মহেন্দ্র সিং ধোনি ফ্র্যাঞ্চাইজির মালিকদের তরফ থেকে যথেষ্ট সম্মানও পেয়েছেন। তাই আমি অবাক হব না যদি তারা মহেন্দ্র সিং ধোনিকে দিয়েই পরবর্তী দিনে কাজ চালিয়ে নেয় এবং ধোনি ততদিন খেলবেন যতদিন উনি চাইবেন। আর তারপর পরের বছর, উনি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলে যাবেন এবং একেবারে আলাদা একটি স্কোয়াড পাবেন যা তিনি এই মুহুর্তে পাচ্ছেন। মালিকদের তরফ থেকে এই ধরণের সৌজন্যতা পাওয়ার যোগ্য মহেন্দ্র সিং ধোনি।”
এরপর ধোনির প্রশংসায় গম্ভীর বলেছেন, “এই ফ্র্যাঞ্চাইজির জন্য ধোনি যা করেছেন এবং মহেন্দ্র সিং ধোনির সাথে ফ্র্যাঞ্চাইজির মালিকরা যেভাবে সম্পর্ক বজায় রেখেছেন তা অসাধারণ। আর এরকম ভাবেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের অধিনায়কের সাথে সম্পর্ক রাখা উচিত, যারা তাদের সাফল্য দিয়েছেন।”