ইডেনে মুম্বইয়ের কাছে হেরে দলের ব্যাটসম্যানদের তুলোধোনা করলেন অধিনায়ক গম্ভীর 1

শেষ ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় স্বীকার করলেও, কার্যত এবারের আইপিএলের প্লে অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। দলের দুই তারকা ওপেনার ব্যাটসম্যান সুনীল নারিন এবং ক্রিস লিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। পাল্টা ইনিংসে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে মুম্বইয়ের করা ১৭৩ রানের লক্ষ্যমাত্রা শেষ পর্যন্ত অতিক্রম করতে পারলো না গম্ভীরব্রিগেড। নির্ধারিত ২০ ওভারে ১৬৪ তে থেমে গিয়ে মুম্বইয়ের কাছে মাত্র ৯ রানে হার স্বীকার করে নেয় তারা।

অনুষ্কা আউট, এবার বিরাট কোহলির নজর এই কন্নড় অভিনেত্রীটির ওপর!

ঘরের মাঠের অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও একের পর এক উইকেটের পতন দেখে ডাগ আউটে বসে থাকা গৌতম গম্ভীরের মুখ ক্রমে ফ্যাকাসে হয়ে উঠছিল। দলের দুই ওপেনারের উইকেট হারানোর পাশাপাশি নিজেও আউট হয়ে হতাশ গম্ভীর দেওয়াল লিখন ক্রমে স্পষ্ট বুঝতে পারছিলেন। আর তাই তো তিনি আউট হওয়ার পর ড্রেসিং রুমে না গিয়ে ডাগ আউটে চেয়ার পেতে ঠায় বসে রইলেন খেলা শেষ হওয়া পর্যন্ত। দলের শক্তিশালী ব্যাটিং ব্রিগেড এভাবে মুম্বই বোলারদের কাছে এভাবে আত্মসমর্পন করে বসবেন, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। আর তাই স্বাভাবিকভাবে ম্যাচ শেষে আশাভঙ্গের যন্ত্রণা ফুটে উঠলো নাইট নেতা গম্ভীরের মুখ থেকে।

ইডেনের উইকেটে ভালো রান ছিল। সেখানে তাঁর বোলাররা অসাধারণ বোলিং করে মুম্বইকে ১৭৩ এ আটকে রাখলেন। অথচ তাঁর দলের ব্যাটসম্যানরা ওই লক্ষ্যেমাত্রাতেও পৌঁছাতে পারলেন না? কি কারণে এমন পরিস্থিতির সম্মুখিন হতে হল কেকেআর কে? এ প্রশ্নের উত্তরে গম্ভীর দলের ব্যাটসম্যানদের দায়ী করার পাশাপাশি তাঁদের রীতিমতো তুলোধোনা করলেন। বললেন, ‘এই উইকেটে এ রানটা তাড়া করা উচিত ছিল। দায়িত্বজ্ঞানহীন শট খেলেছে ব্যাটসম্যানেরা। একজন ক্রিজে থাকলে ম্যাচ বার করে নেওয়া যেত। কিন্তু ব্যাটসম্যানেরা সব বলেই ব্যাট চালিয়ে গেল। তার জন্য মাসুল চোকাতে হল। প্রথম ১০-১২ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। তারপর হাত থেকে বেরিয়ে গেল। তবে আমাদের বোলাররা ভালো বল করে ওদের ১৭৩ এ আটকে রাখতে সমর্থ হয়েছিল।’

আইপিএল ২০১৭: ফের গড়াপেটার ছায়া, জড়িয়ে গেল গুজরাত লায়ন্সের নাম!

একটু থেমে গম্ভীর আরও বলেন, ‘এটা সেই উইকেট ছিল, যেখানে বল পড়ে রীতিমতো ভিজে আসছিল, এটা অভাবনীয়। তবে আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হতো। আমাদের আরও সাবধান হতে হবে। প্লে অফে এভাবে ব্যাট করলে, আমাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। যদি এই টুর্নামেন্ট জিততে হয়, আমাদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। এখন এই জায়গায় এসে আমাদের আর ভুল করার কোনও জায়গা নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *