সদ্দ্যই সমাপ্ত হয়েছে এই বছরের আইপিএল প্রতিযোগিতা। ক্রিকেট বিশ্বের সব থেকে রোমাঞ্চকর এই টি-২০ ক্রিকেট লীগের জনপ্রিয়তা বছরের পর বছর ধরে বেড়ে চলেছে। এই বছর আইপিএল এর ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR) একে ওপরের মুখোমুখি হয়েছিল এবং হাড্ডাহাড্ডি এই ফাইনালে চেন্নাই দল তাদের পুরানো অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলকাতাকে পরাস্ত করে। চেন্নাই সুপার কিংস এই বারের আইপিএল ট্রফি জিতে মোট ৪ বার এই ট্রফি জয়লাভ করলো এবং তারা এটাও বুঝিয়ে দিলো তারা কতটা শক্ত ভাবে আবার এই প্রতিযোগিতায় ফিরে এসেছে।
এম এস ধোনি বিশ্ব ক্রিকেট ইতিহাসের একটি সব থেকে নাম, যিনি ভারতীয় অধিনায়ক হিসাবে এবং একমাত্র অধিনায়ক হিসাবে আইসিসি ৩টি বড়ো ট্রফি জয়লাভ করেছিলেন। ৪০বছর বয়িষি এই ক্রিকেটার তার আইপিএল এর কেরিয়ার শুরু করেছিলেন চেন্নাই সুপার কিংস থেকে এবং বর্তমানে সেই দলের অধিনায়ক। ধোনির অধিনায়কত্বেই চেন্নাই দল ৪বার আইপিএল ট্রফি জয়লাভ করেছে। চেন্নাই দল আইপিএল এর মঞ্চ থেকে বাতিল হয়ে যাবার পরেও তিনি আবার শক্তিশালী পরিপক্ষ হিসাবে ফিরে এসেছে এবং তাদের বিশ্ব সেরা অধিনায়ক তথা ফিনিশার এম এস ধোনির অসাধারণ বুদ্ধির জন্য তারা আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
Read More: ধোনি ছাড়া সিএসকে অচল, সিএসকে ছাড়া ধোনি অচল – অধিনায়কের গুরুত্ব নিয়ে বড় বার্তা শ্রীনিবাসনের
আমরা এখানে আলোচনা করবো যদি ধোনি ২০২২ সালের আইপিএল না খেলেন তাহলে কোন ৫জন ক্রিকেটার তার জায়গাতে চেন্নাই দলের অধিনায়ক হতে পারেন আসুন জেনে নেওয়া যাক
ঋতুরাজ গায়কোয়ার্ড
বর্তমান চেন্নাই সুপার কিংস দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বিগত কয়েক মরসুম ধরে তিনি চেন্নাই দলের হয়ে অসাধারণ পারফর্মেন্স করে চলেছেন যাতে করে তিনি সারা বিশ্ব ক্রিকেটে সুনাম অর্জন করেছেন। ২৪বছর বয়িষি এই ডানহাতি ব্যাটসম্যান ভারতীয় ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র দলের হয়ে ওপেনার ব্যাটসম্যান তথা অধিনায়ক এবং তিনি সেই দায়িত্ত্ব ভালো ভাবেই পালন করে থাকেন। তাই চেন্নাই দল চাইলে তাকে ধোনির পরবর্তী অধিনায়ক হিসাবে বেছে নিতে পারে।
Also Read: জনপ্রিয় এই অভিনেত্রীকে ডেট করছেন রুতুরাজ গায়কোয়াড়? স্পষ্ট জবাব দিলেন সিএসকের এই ক্রিকেটার