ক্রিকেট বিশ্বের তাবড় দলগুলির পাশাপাশি পাকিস্তান দলের নাম ক্রিকেট বিশ্বে বহুল প্রচলিত।পাকিস্তান আইসিসির প্রধান ৩ টি প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট বিশ্বের অনেক মহান ক্রিকেটার এই পাকিস্তান দলের হয়ে পারফর্মেন্স করেছেন এবং করছেনও। পাকিস্তানী এমন ক্রিকেটার আছেন যারা পাকিস্তানী বংশোদ্ভূত হয়েও অন্য দেশের হয়ে ক্রিকেটীয় পারফর্মেন্স করে চলেছেন।
আসুন জেনে নেওয়া যাক এমন ৫ জন পাকিস্তানী ক্রিকেটারদের সমন্ধে।
৫. শামীম আনোয়ার
পাকিস্তানী বংশোদ্ভূত এই ক্রিকেটার বর্তমানে ইউনাইটেড আরব এমিরেটার্স দলের নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বেকাপে তার অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের জন্য গোটা ক্রিকেট বিশ্বে তিনি বিখ্যাত হয়েছেন। পাকিস্তানের শিলাকোটে জন্মগ্রহনকারী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও বিশ্বের অনেক জনপ্রিয় টি-২০ লীগ প্রতিযোগিতাতে খেলে থাকেন।