ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 1

অ্যান্টিগা: শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পিছনে গ্লাভস হাতে একইরকম অসাধারণ মহেন্দ্র সিং ধোনি। অনেক সময় কোন হাফ চান্সকেও উইকেটে পরিণত করে ফেলতে পারেন তিনি। রবিবার, অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের তেমন কিছু করে দেখালেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই ম্যাচে প্রথমে বল করে ভারত। তাই বিপক্ষকে কম রানের মধ্যে বেঁধে রাখার জন্য নিয়মিত ব্যবধানে উইকেট নিতে হয় টিম ইন্ডিয়ার বোলারদের। সেই কাজে তাঁদের সাহায্য করলেন মাহি।

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 2

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 3

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 4
উইকেটের পিছনে গ্লাভস হাতে বরাবরই দক্ষ ও তীব্র মহেন্দ্র সিং ধোনি

ভিডিও: ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ধোনির চোখে জল! 

রবিবাসীয় ম্যাচে ৩৫ নম্বর ওভারে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সাই হোপকে বুদ্ধি করে আউট করলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি সিরিজে এই হোপই ক্যারিবিয়ানদের হয়ে সেরা ব্যাটিংটা করছেন। এ দিনও জেসন মহাম্মদের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলছিলেন এই হোপ। তাঁর ব্যাটিংয়ে অভেদ্য মনে হচ্ছিল। তবে একমাত্র শর্ট ও বাউন্সারেই কিছুটা গড়মিল দেখা যায় তাঁর ব্যাটিংয়ে।

হার্দিক পান্ডিয়ার শর্ট বলগুলি তাঁকে বেশ সমস্যায় ফেলে এ দিন। সেটা দেখেই পান্ডিয়াকে একের পর এক শর্ট বল করার নির্দেশ দেন ধোনি। এমনই একটা বলে থার্ড ম্যানে একটি হাল্কা শট খেলতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন হোপ। উল্লেখ্য, অ্যান্টিগায় রোমাঞ্চকর লড়াইয়ে চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১১ রানে হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। তবে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই ম্যাচ জেতা ভারত সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে।

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 5

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 6

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 7

ভিডিও: এখনও মহেন্দ্র সিং ধোনি সেরা কেন? ভিডিওটি দেখলে তার প্রমাণ পাবেন হাতে-নাতে 8

ভিডিওঃ ধোনি ফের বুঝিয়ে দিলেন কোহলিকে, কঠিন সময়ে তিনিই দলের আসল পরিত্রাতা

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দুই বল বাকি থাকতে ১৭৮ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল।

এবার দেখে নেওয়া যাক ক্যাচ আউটের সেই মুহূর্তটি:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *