অ্যান্টিগা: মাঠ হোক কিংবা মাঠের বাইরে, মহেন্দ্র সিং ধোনি সবসময়ই একটি আকর্ষনীয় চরিত্র। তিনি মাঠে থাকলে দর্শকদের জন্য কিছু না কিছু স্পেশাল জিনিস সবসময়ই অপেক্ষা করে থাকে। সেটা হেলিকপ্টার শট হোক কিংবা বুদ্ধি করে বিপক্ষ ব্যাটসম্যানকে স্টাম্প আউট করা। প্রাক্তন ভারত অধিনায়কের কাজকর্মের মধ্যে দিয়ে চার্তুয্য যেন জীবন্ত রূপ হয়ে ওঠে। কোন ক্ষেত্রে সেটা লোকচক্ষুর আড়ালে থাকে। কিছু কিছু সময় সেগুলি বিখ্যাত হয়ে ওঠে।
আমরা সবাই ধোনির বেশ কিছু স্টাম্পিং দেখেছি। সেগুলি দেখে আন্দাজ করেছি, উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনির মাথার মধ্যে সেই সময় কী চলে। তবে ব্যাটিং করার সময় নিজের স্টাম্প আউট হওয়ার বিষয়টা কি তাঁর মাথায় থাকে? আমরা অনেকবারই তাঁকে স্টাম্প আউট হতে দেখেছি। তবে নিজেকে কীভাবে আউট হওয়ার হাত থেকে বাঁচানো যায়, সেই বিষয়েও যে তিনি ভেবে রেখেছিলেন সেটা হয়তো কারোর জানা ছিল না। সত্যিই যে ক্রিকেট নিয়ে তিনি সর্বক্ষণ ভেবে চলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তিন নম্বর ম্যাচে তার প্রমাণ হয়ে গেল।
শুক্রবার অ্যান্টিগায় প্রথমে ব্যাট করে বড় রান করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ইনিংসের ৪০ ওভার পর্যন্ত ঠুকঠুক করছিলেন ধোনি। এই সময় তাঁর ভয়ঙ্কর হয়ে না উঠতে পারার জন্য ওয়েস্ট ইন্ডিজ বোলারদের অবশ্যই তারিফ করতে হবে। এরপরই অবশ্য তিনি বুঝতে পারেন, এবার ব্যাট চালিয়ে খেলতে হবে। সেই অনুযায়ী স্টেপ আউট করে মারতে থাকেন মাহি। এমন একটা পরিস্থিতি ক্যারিবিয়ান স্পিনার দেবেন্দ্র বিশু যখন তাঁকে বোকা বানানোর চেষ্টা করলেন, তখনও নিজেকে সামলে নিলেন তিনি।


ঘটনাটি ঘটে যখন মারমুখি মেজাজে ব্যাট চালাতে থাকেন ধোনি। সেই সময় ভারতীয় উইকরক্ষক-ব্যাটসম্যানকে স্টেপ আউট করতে দেখে বুদ্ধি করে বলের লাইন লেংথ বদলে বাইরে বল করে দেন বিশু। লক্ষ্য ছিল ধোনিকে স্টাম্প আউট করা। তবে সেটা দেখে মাহি সেই বলটিকে না মেরে ঘুরে গিয়ে ক্রিজে ঢুকে যান। বলটিকে নিজের পাশ দিয়ে যেতে দেখেও লোভ সামলে নেন তিনি।

ধোনির এই কান্ড হয়তো সবার নজরে পড়েনি। তবে ধোনি ফ্যানদের চোখকে তা ফাঁকি দিতে পারেনি। ম্যাচ চলাকালীনই সেই ঘটনার ভিডিও টুইটার ও বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট হতে থাকে।
এবার দেখে নেওয়া যাক সেই ভিডিও’টি:
Not just affecting a quick stumping, MS Dhoni does know how to get away as well. (via Sony Six) #WIvIND pic.twitter.com/BKzA1zPhAL
— Sampath Bandarupalli (@SampathStats) July 1, 2017