অধিনায়ক কোহলির কথা ধোনি শোনেনই না! 1

 

ভারতের টি-২০ দলের নেতা হিসেবে প্রথম কুড়ি-বিশের সিরিজে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডকে পিষে ফেলে ২-১ ব্যবধানে জয় তুলে নিল কোহলি ব্রিগেড।দলের টপ অর্ডার ব্যর্থ হলেও, মি্ডল অর্ডারের ভরসায় তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত।রায়না, যুবরাজ এবং ধোনির মারকুটে ব্যাটিংয়ের জেরে প্রথম ইনিংসে ভারত নিজেদের স্কোর বোর্ডে ২০২ রান জমা করে ফেলে।

আইপিএল ২০১৭: প্রতি দলের ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা

যদিও দলকে এই পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বুধবারের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে।দলের কঠিন সময়ে চার নম্বরে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক টি-২০ তে প্রথম অর্ধশতরান হাঁকিয়ে বসেন তিনি।পাশাপাশি ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে যুবরাজকেও ১০ বলে মারকুটে ২৭ রান তুলে নিতে দারুণভাবে সাহায্য করেন মাহি।আর তাই ম্যাচ শেষে দেশের প্রাক্তন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লেন কোহলি। তিনি বলেন,

‘আমি তো বরাবর ধোনিকে আগে ব্যাট করার কথা বলি। কিন্তু ওই আমাকে পরে নামবো বলে থামিয়ে দেয়।ধোনি আসলে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ও হলো একজন প্রকৃত ম্যাচ উইনার। তবে বড় ম্যাচ থাকলে, বিশেষ করে সিরিজ নির্ণায়ক ম্যাচে ও নিজেকে ঠিক ওপরে নিয়ে চলে আসে।’

একটু থেমে কোহলি আরও বলেন, ‘এটা আমাদের কাছে সত্যি একটা স্মরণীয় সিরিজ।আমরা ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ হেরেছিলাম।তবে শেষ দু’মাস আমরা সত্যি ভালো ক্রিকেট খেললাম।’এই সিরিজ শুরুর আগে ধোনি সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।তা সত্ত্বেও কোহলি প্রয়োজনে যেকোনও ব্যাপারে ধোনির কাছে পরামর্শ নেন বলেও জানিয়েছেন।’তিনটি টি-২০ ম্যাচের টসে আমরা হারলেও, শেষমেশ টেস্টের মতো কুড়ি-বিশের সিরিজটাও জিতলাম।সত্যি বলতে, ধোনি গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। নেতার ভূমিকায় টি-২০ ফর্ম্যাটে আমি একেবারে নতুন।সেক্ষেত্রে আমি প্রতিটা মুহূর্তে ধোনির কাছ থেকে সাহায্য পেয়েছি।’মত, কোহলির।একই সঙ্গে যুবির ১০ বলে ২৭ রানের ইনিংসটা ম্যাচের টার্নিং পয়েন্ট বলেও জানিয়েছেন কোহলি।বেঙ্গালুরু জয়ের পিছনে কোহলি কৃতিত্ব দিলেন ওই ম্যাচে একা ৬ উইকেট তুলে নেওয়া নবাগত স্পিনার উইজবেন্দ্র চাহ্বলকে।তিনি বলেন, ‘এই ম্যাচে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউজবেন্দ্র।বেঙ্গালুরুর মাঠ ওর কাছে খুব একটা অপরিচীত নয়।আমি জানতাম, ও ম্যাচে দারুণ কিছু করবে।আর সেটাই করে দেখালো।ওর নাছোড় মনোভাবটা খুব ভালো।আর ওর এই নিজস্বতাটা সব সময় বজায় রাখতে হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *