চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 1

গত ম্যাচে শারজায় দুর্ধর্ষ কলকাতা নাইট রাইডার্সের জয়ের সরণী রোধ করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবার তাদের সামনে আরও এক আত্মবিশ্বাসী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে কি স্ট্র্যাটেজি নিয়ে নামবে শ্রেয়র আইয়ারের দল? দেখে নেওয়া যাক দিল্লির সম্ভাব্য একাদশ।

IPL 2020: Delhi Capitals team profile - DC Full squad, DC players to watch  out for - cricket - Hindustan Times

১. পৃথ্বী শ

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 2

এবারের আইপিএল-এ বেশ ভালো ফর্মে রয়েছেন ডান হাতি এই তরুণ ওপেনার। গত ম্যাচে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলে ভালো শুরু দিয়েছিলেন দিল্লিকে।

২. শিখর ধাওয়ান

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 3

ভারতীয় দলের এই তারকা ওপেনার দিল্লির ওপেনিংয়ে সলিডিটি এনেছেন। পাশাপাশি প্রয়োজনে বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে দিল্লির এই ওপেনারের।

৩. শ্রেয়স আইয়ার

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 4

এবারের আইপিএল-এ অত্যন্ত সাবলীল ভঙ্গিতে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে। গত ম্যাচে কলকাতার দুর্ধর্ষ বোলিং লাইনআপের বিরুদ্ধে ৮৮ রানের অপরাজিত ইনিংস দিল্লিকে বড় রান তুলতে সাহায্য করেছিল।

৪. ঋষভ পন্থ

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 5

এই বছর সেরকম ফর্মের মধ্যে না থাকলেও গত ম্যাচে শারজার ছোট মাঠে ৩৮ রানের দুরন্ত ক্যামিও খেলে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।

৫. মার্কাস স্টোইনিস

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 6

ব্যাট হাতে অত্যন্ত সাবলীল ভূমিকা নিতে পারেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। গত বছর থেকেই টি২০তে বেশ ভালো ফর্মে রয়েছেন স্টোইনিস। পাশাপাশি এবারের টুর্নামেন্টে বল হাতেও বেশ দায়িত্ব নিয়েছেন তিনি। ডেথ ওভারেও করছেন বোলিং।

৬. শিমরন হেটমায়ার

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 7

ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী বাঁ হাতি ব্যাটসম্যানের আইপিএল রেকর্ড খুব একটা ভালো নয়। তবুও তার ক্ষমতা রয়েছে বিধ্বংসী ইনিংস খেলার, আর তা তিনি প্রমাণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে। এবার দিল্লি ক্যাপিটালস চাইবে যাতে দ্রুত নিজের ফর্ম ফিরে পান হেটমায়ার।

৭. রবিচন্দ্রন অশ্বিন

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 8

চোট সারিয়ে আবারও কামব্যাক করেছেন ভারতীয় দলের তারকা এই অফস্পিনার। গত ম্যাচে বল হাতে খুব একটা ভালো পারফর্মেন্স না হলেও এই দিল্লি দলে অনেকটাই বৈচিত্র্য আনতে পারেন অশ্বিন। পাশাপাশি ব্যাট হাতেও অত্যন্ত কার্যকরী তিনি।

৮. কাগিসো রাবাডা 

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 9

ওপেনিং স্পেলে ভালো বোলিং করলেও শেষের দিকে প্রচুর মার খেয়েছেন কলকাতা ম্যাচে। যদিও দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসারকে সামলানো খুব কঠিন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

৯. আনরিখ নর্টজে

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 10

দিল্লি ক্যাপিটালসের হয়ে আপাতত এই মরশুমে বেশ ভালো বোলিং করেছেন এই দক্ষিণ আফ্রিকার পেসার। গত ম্যাচেও যখন বাকি বোলাররা মার খাচ্ছেন, নর্টজে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ফলে এই ম্যাচেও তিনি থাকছেন।

১০. অমিত মিশ্রা

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 11

রবিচন্দ্রন অশ্বিনের চোট থাকাকালীন অমিত মিশ্রা সুযোগ পেয়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। ফলে অশ্বিন ফিরে এলেও দলে থাকবেন এই অভিজ্ঞ লেগস্পিনার।

১১. হর্ষাল প্যাটেল

চুড়ান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই একাদশে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস 12

ইশান্ত শর্মার জায়গায় আসা হর্ষাল প্যাটেল গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। হ্যাটট্রিকের সামনেও এসে গিয়েছিলেন তিনি। ফলে এই ম্যাচে তিনি থাকছেনই দিল্লি ক্যাপিটালস দলে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *