বাংলাদেশ সমর্থকদের ভারতের পতাকার অবমাননা করায়, কড়া জবাব দিল বিসিসিআই! 1

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি হওয়ার আগে থেকেই এই ম্যাচের পারদ চড়ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বাংলেদেশ সমর্থকদের কুরুচিকর ছবি ও মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে বেশ জলঘোলা হয়েছে। ম্যাচের আগে সোশ্যাল সাইটে এক বাংলাদেশ ভক্ত একটি ছবি দেয়, যেখানে দেখা যাচ্ছে একটি কুকুরের গায়ে ভারতের জাতীয় পতাকা আর সেই কুকুরটিকে তাড়া করেছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। যার গায়ে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

বাংলাদেশ সমর্থকদের ভারতের পতাকার অবমাননা করায়, কড়া জবাব দিল বিসিসিআই! 2

 

যা নিয়ে প্রবল অসন্তোষ জানিয়েছিল ভারতীয় সর্মথকেরা। আর এই ধরনের ঘটনা অবশ্য বাংলাদেশের সমর্থকেরা যে প্রথম ঘটালেন তা নয়। ২০১৫ সালেও সোশ্যাল মিডিয়ায় বার-দু’য়েক এই ধরনের বিতর্কিত ঘটনা ঘটিয়েছিলেন বাংলাদেশ সমর্থকেরা। এবারের ঘটনার পরেও বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের দিক থেকে কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি।

বৃহস্পতিবার এজবাস্টনে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারদের আক্রমণাত্মক মনোভাব ম্যাচের শুরু থেকেই দেখা যেতে থাকে। বিপক্ষের সাব্বির রহমানকে ভূবনেশ্বর কুমার ফিরিয়ে দেওয়ার সময় বিরাট ব্রিগেডের উচ্ছ্বাস ছিল দেখার মত। এরপরে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সৌজন্যে ঘুরে দাঁড়াতে সচেষ্ট হয় বাংলাদেশ। দু’জনেই অর্ধশতরানের গন্ডি অতিক্রম করেন। ম্যাচের ওপর যখন তারা জাঁকিয়ে বসতে শুরু করেছেন, তখন এই জুটিতে ভাঙন ধরান কেদার যাদব। তামিম করেন ৭০ এবং মুশফিকুরের সংগ্রহ ৬১ রান।

বাংলাদেশ সমর্থকদের ভারতের পতাকার অবমাননা করায়, কড়া জবাব দিল বিসিসিআই! 3

পরে কেদার যাদবের একটি ফুলটস বলে মুশফিকুরের ক্যাচ ধরার পরে ভারত অধিনায়কের সেলিব্রেশন ছিল দেখার মত। বিরাট জিভ বের করে মিষ্টির স্বাদ নিয়ে বাহারি উদযাপনে মেতে ওঠেন। ক্রমে ক্রিজে ভয়ঙ্কর রুপ ধারণ করা তামিম-মুশফিক জুটিকে ফেরাতে পেরে যেন তৃপ্তির ঢেকুর তোলেন বিরাট। ভারত অধিনায়কের এই সেলিব্রেশন পরক্ষণেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এরপরেও সাকিবের ক্যাচ নিয়ে অভিনব কায়দায় মাটিতে হাত স্পর্শ করতে দেখা যায় জাদেজাকে।

Bangladesh v India - ICC Champions Trophy Semi Final : News Photo

বাংলাদেশ সমর্থকদের ভারতের পতাকার অবমাননা করায়, কড়া জবাব দিল বিসিসিআই! 4Bangladesh v India - ICC Champions Trophy Semi Final : News Photo

বাঘ ও কুকুরের ওই কার্টুনের মাধ্যমে বাংলাদেশ সমর্থকদের ভারতের জাতীয় পতাকাকে অপমান করা স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারত অধিনায়কের জিভ বের করে ওই সেলিব্রেশনকে জবাব বলে মনে করছে বিসিসিআই। ওই ছবির দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, বিরাট অনায়াসেই ‘হাকা’ নাচ নাচতে পারে। প্রসঙ্গত, হাকা হচ্ছে একটি বিখ্যাত ‘যুদ্ধের নাচ’। অতীতে একটি রাগবি ম্যাচের আগে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এই হাকা নাচ নেচে হৈচৈ ফেলে দিয়েছিল।

বাংলাদেশ সমর্থকদের ভারতের পতাকার অবমাননা করায়, কড়া জবাব দিল বিসিসিআই! 5

 

Bangladesh v India - ICC Champions Trophy Semi Final : News Photo

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *