Asia Cup 2023: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এশিয়া কাপ ২০২৩ এর জন্য তাদের দল বেশ কিছুদিন আগে ঘোষণা করে। এশিয়া কাপে একই গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। পাকিস্তানের আয়োজনে এবার হাইব্রিড মডেলের ভিত্তিতে এশিয়া কাপ খেলা হচ্ছে। সেই টুর্নামেন্টের জন্য গত ২১ আগস্ট দিল্লিতে দল ঘোষণা করে অজিত আগরকারের নির্বাচক কমিটি। এই সময় উপস্থিত ছিলেন রোহিত শর্মাও। ১৭ সদস্যের দলের অধিনায়কত্ব থাকবে রোহিত শর্মার হাতে। ভারতীয় দলে ফিরেছেন কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ার।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
শক্তিশালী দল গড়েছে ভারত
দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মাও। অন্যদিকে দলে জায়গা পাননি সঞ্জু স্যামসন। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। তবে তাকে সহ-অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে। দলে লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি অবশ্য নজর কেড়েছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে আগামীকাল, অর্থাৎ ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। এই দলে একটি বিষয় নিয়ে এখন আলোচোনা। ৯জন খেলোয়াড় এবার রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপে অভিষেক ঘটাবে।
ওয়ানডে ফর্ম্যাটে প্রথমবার এশিয়া কাপে ৯ ক্রিকেটার
এবারের এশিয়া কাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। গতবার এই টুর্নামেন্টের আসর থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। গতবার এই টুর্রামেন্টটি টি-২০ ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়। সেবার পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এবার অবশ্য চিত্রটাই আলাদা। চলতি বছরের অক্টোবর নভেম্বরে ভারতের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। আর সেটাকে মাথায় রেখেই এবার এশিয়া কাপও একই ফর্ম্যাটে অনুষ্ঠিত হচ্ছে।
সেই টুর্নামেন্টের জন্য রোহিত শর্মা দলে এমন ৯জন খেলোয়াড়কে জায়গা করে দিয়েছেন যারা কখনই ৫০ ওভারের এশিয়া কাপ খেলেননি। সেই তালিকায় রয়েছেন, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, তিলক ভার্মা, শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। তবে এই সব ক্রিকেটাররা এক একজন ম্যাচ উইনার। তাই সেটাকে মাথায় রেখেই বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে বিবেচিত হওয়া এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে তাকে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur