মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বার খেতাব জয় নিয়ে এবার বেশ চমকদার বার্তা দিলেন মালিক আকাশ আম্বানি 1

আবারও ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পাঁচ বার আইপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি বিজোড় বছর ছেড়ে এই প্রথম বার জোড় বছরে ট্রফি জিতল মুম্বই। এবারের আইপিএল এর সবথেকে ভারসাম্য যুক্ত দল ছিল তারা। ব্যাটিংয়ে রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়ার মত তারকারা রয়েছেন, তেমনি বোলিংয়ে বিশ্বের দুই সেরা পেসার ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ রয়েছে। আর ফিল্ডিং নিয়ে আলাদা করে কোনও কথাই হবে না।

মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বার খেতাব জয় নিয়ে এবার বেশ চমকদার বার্তা দিলেন মালিক আকাশ আম্বানি 2

অন্যান্য বছর শুরু থেকে পরপর ম্যাচ হেরে শেষের দিকে দুরন্ত কামব্যাক করে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এই বছর প্রথম ম্যাচ হারলেও তার পর থেকে দাপটের সাথে ম্যাচ জিতে এসেছে মুম্বই। আর এর জেরে সবার আগে আইপিএল এর প্লে অফস এবং ফাইনালে প্রবেশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর দলের এমন দুরন্ত পারফর্মেন্সে খুশি সমর্থক থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বার খেতাব জয় নিয়ে এবার বেশ চমকদার বার্তা দিলেন মালিক আকাশ আম্বানি 3

আর এবার এই বছরের দুর্দান্ত খেতাব জয় নিয়ে বিশেষ বার্তা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সহ মালিক আকাশ আম্বানি। নীতা আম্বানির ছেলে প্রশংসা করেছেন যে পর্যায় এবং ভালো মানের ক্রিকেট খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। জনপ্রিয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ আম্বানি গত বছর ও এই বছরে ফ্র্যাঞ্চাইজির পারফর্মেন্সকে বিচার করে বলেছেন, “গত বছর আর এই বছরে ম্যাচ জেতা ও হারার রেকর্ড প্রায় একই। কিন্তু যে মানের ক্রিকেট আমরা খেলেছি এই মরশুমে, তা এক কথায় অসাধারণ। আমরা যে পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিলাম এবং যা আমরা মাঠে পেশ করেছি, আমি মনে করি আমরা ৯৫ থেকে ৯৮ শতাংশ পূরণ করেছি।”

IPL 2020: This is the best Mumbai Indians played in 13 years, says Akash  Ambani | Cricket News - Times of India

পাশাপাশি বিজোড় সংখ্যা খেতাব জেতা নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ঘিরে যে কথা উঠেছিল, তা বন্ধ করতে তারা সক্ষম হয়েছে, সে নিয়ে খুশি আকাশ আম্বানি। পরপর দুই বছর কাপ জেতার মনোভাব নিয়েই তারা এবারের টুর্নামেন্ট শুরু করেছিল, এমনটাই জানিয়েছেন জুনিয়র আম্বানি। সাক্ষাতকারে আকাশ আম্বানি এই নিয়ে বলেছেন, “আমাদের দলকে ঘিরে ‘বিজোড়’ তকমাটা অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু ২০২০ সালে সেই তকমাকে আমরা সরিয়ে দিতে পেরেছি। পর পর দুই বছর ট্রফি জেতার লক্ষ্যে আমরা মাঠে নেমেছিলাম। আর জোড় সংখ্যায় ট্রফি জেতা আমাদের কাছে আলাদাই একটি মুহুর্ত।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *