এবারের আইপিএল এর অর্ধেক মরশুম চলে গিয়েছে। প্রতিটি টিমই নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলেছে। এই অবস্থায় এবার শুরু হচ্ছে টুর্নামেন্টের আসল ফয়সালার জায়গা। কোন চারটি দল প্লে অফসে সুযোগ পাবে? এই নিয়ে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণ চলছেই। এরই মাঝে এবার নিজের মতামত জানালেন ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকার।
এবারের আইপিএল এর আটটি দলই অত্যন্ত কঠিন লড়াই দিয়েছে একে অপরকে। কিন্তু এদের মাঝে সবথেকে বেশি ধারাবাহিক দুই দল হল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এবং যোগ্য দুই দল হিসেবেই আইপিএল এর লিগ টেবিলে যথাক্রমে এক ও দুই নম্বর স্থানে রয়েছে তারা। পাশাপাশি ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুটি হারা ম্যাচ ছিনিয়ে নিয়ে আসে কলকাতা নাইট রাইডার্স। আর এই তিনটি দলকেই প্লে অফসে দেখার আশায় রয়েছেন অজিত আগরকার।
আইপিএল এর সম্প্রচারকারক স্টার স্পোর্টসের ক্রিকেট টক শো।ক্রিকেট কানেক্টেডে আগরকারকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোন চার দলকে আইপিএল এর প্লে অফসে দেখতে চান। এবং সেখানে তিনি প্রথম তিন দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের নাম নেন। এই বিষয়ে আগরকার বলেছেন, “এবারের টুর্নামেন্টে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই চলছে, কত চড়াই উৎরাই দেখা গিয়েছে। কিন্তু স্পষ্টভাবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এবারের দুই সেরা টিম, ফর্মের দিক থেকে এবং খেলোয়াড়গত দিক থেকে।”
এরপর নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে অজিত আগরকার বলেছেন, “আমার মতে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়টা বোনাস ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। ওরাই আমার তৃতীয় টিম।”
কিন্তু চতুর্থ টিম হিসেবে অজিত আগরকারের পছন্দ কে? এই নিয়ে তিনি ধন্ধে আছেন প্রবলভাবে। একদিকে তার পছন্দ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং অন্যদিকে তার পছন্দ স্টিভ স্মিথের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এই নিয়ে তিনি জানিয়েছেন, “আমার চতুর্থ টিম হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে কোনও একটি।”
এর ফলে অজিত আগরকার প্লে অফসের জন্য ধরছেন না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই বছর অত্যন্ত খারাপ পারফর্মেন্স দেখিয়েছে আইপিএল এর দুবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস। যার ফলে এই প্রথমবার প্লে অফসে উঠতে পারবে না মহেন্দ্র সিং ধোনির ইয়েলো ব্রিগেড, এমনটাই মনে করছেন অবসরপ্রাপ্ত এই পেসার।
এই নিয়ে অজিত আগরকার জানিয়েছেন, “আইপিএল এর শুরুতে আমি চেন্নাই সুপার কিংসকে ধরেছিলাম যে তারা প্লে অফসে অতিক্রম করবে। কিন্তু এই মুহুর্তে, বাকি দলগুলি চেন্নাইয়ের থেকে অনেক ভালো খেলছে।”