চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলে সবার সামনে নীল বিকিনিতে আসবেন এই অভিনেত্রীটি! 1

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। তারপর থেকেই ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের আগে, শুধুমাত্র ভারতের সাধারণ মানুষরাই নয়, রাজনৈতিক ব্যাক্তিত্ব, চলচিত্র জগতের তারকারাও ভারতের জয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের আশা জাহির করতে থাকেন। সবারই মূল বক্তব্য এটাই যে, ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই দেশে ফিরবে বিরাট অ্যান্ড কোং।চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলে সবার সামনে নীল বিকিনিতে আসবেন এই অভিনেত্রীটি! 2

রবিবারের ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচের আগে পাকিস্তানের মডেল-অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে যে দুটি ভিডিও আপলোড করেছেন, তা কিন্তু সবার নজড় কেড়ে নিয়েছে।নিজের দেশকে উৎসাহিত করার পাশাপাশি মন্তব্যে কিছুটা ‘নাটকীয় মোচড়’ দিয়েছেন আরশি। এই মডেল-অভিনেত্রী জানিয়েছেন, ভারত যদি ফাইনালে জেতে তাহলে তিনি নীল-বিকিনি পরবেন। আর রবিবার ভারতকে হারিয়ে যদি পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, তাহলে তিনি জাতীয় দলের জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ রঙের বিকিনি পরবেন। আরশি বলেন, ‘ভারত চ্যাম্পিয়ন হলে নীল বিকিনি আর পাকিস্তান চ্যাম্পিয়ন হলে সবুজ বিকিনি পরব। তবে, তা রোজার পরে। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর আগে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত হারিয়েছিল পাকিস্তানকে।চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলে সবার সামনে নীল বিকিনিতে আসবেন এই অভিনেত্রীটি! 3

সোশ্যাল নে্টওয়ার্কিং সাইটে চমকপ্রদ মন্তব্য করার জন্য এমনিতেই বেশ খ্যাতি রয়েছে আরশির।একসময় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক চটকদার খবর বেরিয়েছিল। এমনও শোনা গিয়েছিল, আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন আরশি। এই মডেল অভিনেত্রী অবশ্য আত্মবিশ্বাসি যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানই জিতবে।

আর সেটা যদি না হয় তাহলে, তিনি কোনও অলঙ্কার পরবেন না। আরশি বলেন, ‘আমি আমার হীরের আংটির দিব্যি খেয়ে বলছি, যদি ফাইনালে ভারতের কাছে পাকিস্তান হেরে যায়, তাহলে আমি ভবিষ্যতে কোনওদিন কোনও ধরনের অলঙ্কার পরব না।’চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলে সবার সামনে নীল বিকিনিতে আসবেন এই অভিনেত্রীটি! 4চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলে সবার সামনে নীল বিকিনিতে আসবেন এই অভিনেত্রীটি! 5চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলে সবার সামনে নীল বিকিনিতে আসবেন এই অভিনেত্রীটি! 6

প্রসঙ্গত, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারতীয় সমর্থকেরা ভারতকে ‘বাপ’ এবং পাকিস্তানকে ‘ছেলে’ বলে উল্লেখ করে বাজার গরম করে দিয়েছেন। এই ব্যাপারটাও নজড় এড়ায়নি আরশির। এই প্রসঙ্গে তাঁর তির্যক মন্তব্য, ‘আচ্ছা ভারত যদি ‘বাপ’ হয়, পাকিস্তান যদি ‘ছেলে’ হয়। আর বাংলাদেশ যদি ‘নাতি’ হয়, তাহলে খুব জানতে ইচ্ছে করছে, মা কে? আর পাকিস্তান চ্যাম্পিয়ন হলে, আমার মনে হয় লোকে তখন বলবে যে, পাকিস্তানের ছেলে ভারত।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *