শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট সম্পর্কে গুরুত্বপুর্ণ একটা মন্তব্য করে সবাইকে চমকে দিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নজরকাড়া ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তাঁর বক্তব্যের সারমর্ম, ভারতীয় ক্রিকেটের উত্থানে তিনি রীতিমতো শঙ্কিত। আর এই উত্থানের পিছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বড় ভূমিকা পালন করছে, সেটাও পরিস্কার করে জানিয়ে দিলেন প্রোটিয়াস দলের এই মারকুটে ব্যাটম্যানটি।
মনে মনে ধোনির প্রতি এমন ধারণা স্টিভ স্মিথের! সত্যিই অবাক হতে হয়…
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নেতা ডি ভিলিয়ার্সের বক্তব্য, “এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অগ্রগতিতে আমি ভীত। প্রতিনিয়ত ভারতীয় ক্রিকেটের উন্নতি হয়ে চলেছে। যার অন্যতম কারণ আইপিএলের জনপ্রিয়তা। আইপিএল ভারতীয় ক্রিকেট দলকে অনেক ভালো ভালো ক্রিকেটার উপহার দিয়েছে। এই আইপিএলের সুবাদে একজন উঠতি ক্রিকেটারও প্রবল চাপের মধ্যে একজন অভিজ্ঞ ক্রিকেটারের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে। ভারতের তরুণ ক্রিকেটাররা বিশ্বের অন্য ক্রিকেটখেলিয়ে দেশের তুলনায় অনেকবেশি এগিয়ে আসার সুযোগ পাচ্ছে। এতটুকু বলতে পারি, শুধুমাত্র আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট ভবিষ্যত সঠিক পথে এগোচ্ছে।”
আইপিএল ১০-এর সুবাদে আমরা প্রচুর তরুণ ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্স দেখার সুযোগ পাচ্ছি। রাইজিং পুণে সুপার জায়েন্টের রাহুল ত্রিপাঠি, শার্দুল ঠাকুর, দিল্লি ডেয়ারডেভিলসের ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, মুম্বই ইন্ডিয়ান্সের নীতিশ রানা, ক্রুনাল পান্ডিয়া, কিংস ইলেভেন পঞ্জাবের সন্দীপ শর্মা সহ বেশকিছু ক্রিকেটার অবশ্য তাঁর এই তালিকায় পড়ে। যারা নিজেদের অসাধারণ প্রতিভায় ক্রিকেট জগতের সবার হৃদয় জিতে নিয়েছে। ভবিষ্যতে এই তরুণ ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলবে।
অবশেষে পান্ডিয়া ভাইদের মধ্যে বিবাদের আসল কারণ তুলে ধরলেন মুম্বই ইন্ডিয়ান্স নেতা রোহিত শর্মা
উল্লেখ্য, প্রোটিয়াস ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের এই ভবিষ্যতবাণী অবশ্য খুব একটা ভুল নয়। কারণ, এর আগের আইপিএলগুলির মধ্যে দিয়েই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়রা আজ ভারতীয় ক্রিকেট দলকে সমৃদ্ধ করে রেখেছেন। এঁরা আন্তর্জাতিক স্তরে নজরকাড়া পারফরম্যান্স করে শুধু নিজেদের আলাদা পরিচিতি করেননি, পাশাপাশি টিম ইন্ডিয়াকেও অন্য উচ্চতায় তুলে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।