আইপিএল মানেই এক রোমাঞ্চকর ক্রিকেট প্রতিযোগিতা যা বহু বছর ধরে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের আনন্দ দিয়ে চলেছে। বর্তমান ক্রিকেট বিশ্বের অনেক নামিদামি ক্রিকেটার তার দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন আইপিএল এর এই মঞ্চ থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। আইপিএল হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে ক্রিকেট বিশ্বের প্রায় প্রতিটা চেনা এবং অচেনা ক্রিকেটারদের একত্রিত ভাবে খেলতে দেখা যায়। আমরা সকলে এটাও জানি আইপিএল এর যুগ শুরু হবার আগে ভারতে আরো একটি প্রচলিত ক্রিকেট লীগ ছিল যার নাম আইসিএল।
Read More: IPL2021: আইপিএলে হয়েছিল ম্যাচ ফিক্সিং? পুলিশ ২ অভিযুক্তকে করল গ্রেপ্তার
আইসিএল ও আইপিএল এর মতো জনপ্রিয় ক্রিকেট লীগ ছিল যেখানে ভারতের পাশাপাশি বহু বিদেশী ক্রিকেটার নিজেদের পারফর্মেন্স দেখিয়েছেন। বহু প্রচলিত এই প্রতিযোগিতাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো রকম হস্তক্ষেপ ছিল না তাই বেশ কিছু বছর এই প্রতিযোগিতা চলার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিএল কে বন্ধ করে দেওয়া হয়। বহু ক্রিকেটার এমন আছেন যারা আইসিএল এবং আইপিএল দুটি প্রতিযোগিতাতে অংশগ্রহন করেছেন। আমরা এখানে এমনই ৫জন ভারতীয় ক্রিকেটদের নিয়ে আলোচনা করবো যারা আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল এবং আইসিএল দুটি প্রতিযোগিতাতে সমান ভাবে অংশগ্রহন করেছিলেন।
আম্বাতি রায়ডু
ভারতীয় দলের নির্ভরযোগ্য এবং বিধংসী ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে বিশ্ব ক্রিকেটে প্রসিদ্ধ আম্বাতি রায়ডু। হায়দ্রাবাদি এই ক্রিকেটার আইসিএল প্রতিযোগিতাতে তার ঘরোয়া টিম হায়দ্রাবাদের হয়ে পারফর্মেন্স করেছিলেন এবং আইপিএল এর শুরুতে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অসাধারণ পারফর্মেন্সের জন্য ভারতীয় দলে সুযোগ পান। বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে আইপিএল এ পারফর্মেন্স করছেন।