যশস্বী জয়সওয়াল টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার পর এই ৫ ক্রিকেটারদের ক্যারিয়ার শেষ হবে !! 1

একজন ক্রিকেটার সর্বদা প্রচেষ্টা করে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার জন্য একজন তরুণ ক্রিকেটারকে যেমন যত্ন সহকারে কঠোর অনুশীলন করে চলতে হতে হয় ঠিক তার পাশাপাশি মানসিক ধৈর্যের পরীক্ষাও দিতে হয় যাতে করে তারা বড়ো মঞ্চে নিজেরদের আন্তপ্রকাশের সুযোগ করে নিতে পারে। ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা খুব অল্প বয়েসেই নিজেদের ক্রিকেটীয় প্রতিভার ক্ষমতার প্রভাবে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভুত হয়েছেন আবার এমন ক্রিকেটারদেরকেও দেখা গেছে যাদের প্রতিভা থাকা সত্ত্বেও মানসিক ধৈর্য না দেখাতে পারার কারণে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার সুযোগ পাননি।

যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এই মুহূর্তে ক্রিকেট বিশ্ব আড়োলন ফেলে দেয়া এক তরুণ প্রতিভাবান ক্রিকেটারের নাম। বাঁহাতি এই ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে অনূর্ধ-১৯ এর মঞ্চে নিজের অসাধারণ ব্যাটিং প্রতিভা দেখানোর পাশাপাশি এই বছর আইপিএল এর মঞ্চে একজন বিধংসী ওপেনার ব্যাটসম্যানের ভূমিকা পালন করে চলেছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার আইপিএল এর মঞ্চে রাজস্থান রয়্যালস (RR) এর হয়ে পারফর্ম করে থাকেন এবং এই বছর তিনি যেমন ঝোড়ো ব্যাটিং করে শতরান করে দেখিয়েছেন ঠিক তেমনি আইপিএল এর ইতিহাসে দ্রুততম অর্ধ শতরান করেও নজির সৃষ্টি করেছেন। তার এই পারফর্মেন্স ওপর ভিত্তি করে এটা নিশ্চিত ভাবে বলা যেতেই পারে তিনি খুব শীঘ্রই ভারতীয় দলের হয়ে t20 ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে চলেছেন। আমরা এখানে এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা যশস্বী জয়সওয়াল এর অভিষেক এর পর ভারতীয় দলে সুযোগ নাও পেতে পারেন।

কে এল রাহুল:

Kl rahul
KL Rahul

ভারতীয় ক্রিকেটের বর্তমান একজন সুপারস্টার ক্রিকেটারের নাম হলো কে এল রাহুল (KL Rahul)। ডানহাতি এই ব্যাটসম্যান তার অসাধারণ ব্যাটিং প্রতিভার পাশাপাশি উইকেটকিপিংয়েও সমান দক্ষ তার পরিচয় আমরা পেয়েছি। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও তিনি ব্যাট হাথে সফলতা অর্জন করেছেন এবং ওপেনিং ব্যাটিং পসিশনের পাশাপাশি তিনি যেকোনো ব্যাটিং পসিশনে নিজেকে মানিয়ে নেবার ক্ষমতা রাখেন এমনটাই বলা যেতে পারে। কিন্তু তারকা এই ব্যাটসম্যান গতবছর চোট থেকে ফিরে আসার পর থেকে ব্যাট হাথে সেই ভাবে কোনো বড়ো ইনিংস পারফর্ম করে দেখাতে পারেননি এবং এই বছরে আইপিএল এর মঞ্চেও তার ব্যাট থেকে কোনো বড়ো রান আসেনি এমনকি তিনি পুনরায় চটিল হয়ে ক্রিকেট মাঠের বাইরে চলে গিয়েছেন। তাই মনে করা যাচ্ছে যস্বাসী জয়সোয়াল দলে সুযোগ পেলে কে এল রাহুল এর পক্ষে দলে ফেরা কঠিন হতে চলেছে।

ঈশান কিষান:

Ishan Kishan

বর্তমানে ভারতীয় দলের সীমিত ওভারের ফরম্যাটে অন্যতম বিধংসী ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন ঈশান কিষান (Ishan Kishan)। ঝাড়খণ্ডের এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে t20 ফরম্যাটের অভিষেক ম্যাচেই অর্ধ শতরান করে নজির গড়েছিলেন এবং একদিবসীয় ফরম্যাটে দ্রুততম দ্বি শতরান করে একজন ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। বিশ্ব ক্রিকেটে পকেট ডায়নামো হিসাবে বিখ্যাত এই ক্রিকেটার এই বছর আইপিএল এর মঞ্চেও কিছু অসাধারণ ইনিংস খেলে দেখিয়েছেন। ভারতীয় দলের হয়ে তিনি বিগত বেশ কিছু সিরিজ মাঠে নামার সুযোগ পাননি এবং যদি জয়সোয়াল দলের হয়ে ছোট ফরম্যাটে সুযোগ পান তবে ঈশান কিষানকে আরো কয়েকটি ম্যাচ মাঠের বাইরে বসতে হতে পারে।

পৃথ্বী ষ:

Prithvi Shaw

খুব অল্প বয়েসে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেক করা তরুণ ক্রিকেটার হলেন পৃথ্বী ষ (Prithvi Shaw)। ডানহাতি এই ব্যাটসম্যান ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করার সুবাদে খুব অল্প বয়েসে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন এবং তার ব্যাটিং প্রতিভার দ্বারা সমগ্র ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছিলেন। ওপেনার এই ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজে সুযোগ পেলেও পরবর্তীতে তার খারাপ ফর্ম এবং চোটের কারণে তিনি দলের বাইরে চলে গেছেন এবং এই বছরের আইপিএল এর মঞ্চেও তিনি একেবারেই ব্যাটিং ছন্দে নেই সে কথা নিঃসন্দেহে বলা চলে। তাই মনে করা যাচ্ছে তার পরিবর্তে যস্বাসী জয়সোয়াল ভারতীয় দলে খুব শীঘ্রই জায়গা করে নিতে চলেছে।

শিখর ধাওয়ান:

Shikhar Dhawan
Shikhar Dhawan

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বাঁহাতি এই ব্যাটসম্যান দেশের থেকে বেশি বিদেশের মাটিতে নিজের অসাধারণ ব্যাটিং প্রতিভা দেখিয়ে ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছেন। কিন্তু তার খারাপ ফর্মের কারণে তিনি দল থেকে বাদ পড়েছেন এবং পরবর্তীতে দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেলেও তা যথাযত ভাবে কাজে লাগাতে বের্থ হয়েছেন। তাই তরুণ প্রতিভাবান যস্বাসী জয়সোয়াল দলে এলে তিনি নিশ্চিত ভাবে নিজের জায়গা হারাতে চলেছেন এমনটাই বলা যেতে পারে।

ঋতুরাজ গায়কোয়ার্ড:

Ruturaj Gaikwad

তরুণ প্রতিভাবান ভারতীয় ওপেনার ব্যাটসম্যানদের অন্যতম একটি নাম হলো ঋতুরাজ গায়কোয়ার্ড (Ruturaj Gaikwad)। ডানহাতি এই ব্যাটসম্যানের উত্থান আইপিএল এর মঞ্চ থেকেই এবং তিনি একটি সিসনে সর্বাধিক রানের রেকর্ড গড়ে অরেঞ্জ ক্যাপ বিজেতা হয়েছেন। কিন্তু প্রতিভাবান এই ব্যাটসম্যান দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেয়ে নিজের প্রতিভার প্রমান করতে ব্যর্থ হয়েছেন এবং তার পরিবর্তে যস্বাসী জয়সোয়াল অনায়াসে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন এমন কথা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *