একজন ক্রিকেটার নিজেদের ক্রিকেট কেরিয়ারে সর্বদা চেষ্টা করে সর্বোচ্চ্য শিখরে পৌঁছাতে। ক্রিকেটাররা নিজেদের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে গেলে তাদের ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স এবং নিজেদের কঠোর অনুশীলনের মাধ্যমে দেশের হয়ে আন্তপ্রকাশের সুযোগ পেয়ে থাকেন। ক্রিকেট ইতিহাসে এমন ক্রিকেটারদের দেখা গেছে যারা দীর্ঘ্যদিন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করে দেখানোর পরেও তাদের নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে বেশ কিছু সময় ধরে অপেখ্যা করতে হয়েছে। আবার এমন ক্রিকেটারদেরকেও দেখা গেছে যারা ভালো পারফরম্যেসে দেবার পরে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করার পরেও চোট আঘাতের কারণে খুব অল্প সময়ের মধ্যেই নিজস্ব ক্রিকেট কেরিয়ার থেকে অবসর গ্রহণ করে নিয়েছেন।
ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্যাটিং,বোলিং এবং ফিল্ডিং ৩টি বিভাগ সমানভাবে গুরুত্বপূর্ণ যোগদান করে চলেছে। আধুনিক যুগের ক্রিকেটে টেস্ট এবং একদিবসীয় ফরম্যাটের পাশাপাশি t20 ফরম্যাট কেও ক্রিকেট প্রেমীরা আপন করে নিয়েছেন। এছাড়াও সব থেকে ছোট এই ফরম্যাটে এমন কিছু ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করে চলেছেন যার ফলে বর্তমানে তারা একজন তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন কিছু মহান তারকা ক্রিকেটার আছেন যারা ব্যাট হাথে সেঞ্চুরিস সেঞ্চুরি করেছেন অথবা বল হাতেও উইকেট নিয়ে সেঞ্চুরি করেছেন। যেকোনো খেলায় স্পোর্টসম্যান স্পিরিট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ক্রিকেটকে এই জন্যই “Gentelman Game” হিসাবে মানা হয়ে থাকে। ভারতীয় ক্রিকেটের বেশ কিছু তারকা ব্যাটসম্যান আছেন আছেন যারা অন্যকোনো তরুণ ক্রিকেটারের জন্য নিজেদের ব্যাটিং পসিশন বদল করেছেন। আমরা এখানে এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা নিজেদের ব্যাটিং পসিশন বদল করে ভবিষ্যতে তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন।
বীরেন্দ্র সেহওয়াগ
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের বিধংসী ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একটি নাম হলো বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। প্রাক্তন এই ডানহাতি ব্যাটসম্যান নিজের ক্রিকেট কেরিয়ারে এমন সব রেকর্ড সৃষ্টি করেছেন যা এখনো অব্ধি অটুট হয়ে রয়েছে। সেহওয়াগ তার ব্যাটিং ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ কিছু কারনামা করে দেখিয়েছেন। দিল্লির এই ভারতীয় ক্রিকেটার নিজের ক্রিকেট কেরিয়ারের শুরুতে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে পরিচিত ছিলেন এবং সেই ব্যাটিং পসিশনে তিনি সেই ভাবে সফল হতে পারেননি কিন্তু এর পরেই সে সময়কার ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সেহওয়াগকে ওপেনিং পসিশনে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন এবং তিনি সেই সুযোগটাই কাজে লাগিয়ে বিশ্বসেরা ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হিসাবে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন।