প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে তারা একদিন দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করবেন। ক্রিকেট ইতিহাসে আমরা এমন খেলোয়াড়দের দেখেছি যারা ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার পরেও কোনোদিন জাতীয় দলের অধিনায়ক হতে পারেননি। আবার এমন ক্রিকেটারদের দেখা গেছে যারা ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব না করেই পরবর্তীতে জাতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন। কিন্তু আমরা এখানে এমন ৫জন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যাদের হাতে অধিনায়কত্ব দেওয়ার পরেও তা কার্যত ছিনিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদেরকেই আবার জাতীয় দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়।
কুমার সাঙ্গাকারা
বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা তার অসাধারণ ব্যাটিং এবং উইকেটকিপিং দক্ষতার জন্য সারা ক্রিকেট দুনিয়া বিখ্যাত। ২০০০সালে মাত্র ২২বছর বয়েসে সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। শ্রীলংকান এই প্রাক্তন ব্যাটসম্যান দীর্ঘ্য ১৫বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সাঙ্গাকারা তার অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং আধুনিক ক্রিকেটে তার উইকেটকিপিং এর পারফর্মেন্সের জন্য সারা ক্রিকেট বিশ্বের মানুষের মন জয় করেছিলেন। সাঙ্গাকারা শ্রীলংকান দলের হয়ে বহুদিন অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। কিন্তু তার অধিনায়ক ক্যারিয়েরের মাঝখানে শ্রীলংকান ক্রিকেট বোর্ড তাকে সরিয়ে তার এ সতীর্থ মাহেলা জয়বর্ধনেকে অধিনায়ক নির্বাচিত করেছিল কিন্তু পরবর্তীতে তারা আবার সাঙ্গাকারার হাতেই শ্রীলংকান দলের দায়িত্ব তুলে দেন।