টি-২০ বিশ্বকাপ এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে একটি সব থেকে বড়ো আলোচ্য বিষয়। এই বছর নভেম্বর মাস থেকে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য অধিকাংশ দেশের ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষনা করে ফেলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই বছর t20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে যা এই বছর t20 বিশ্বকাপের জন্য শক্তিশালী দলগুলির মিধেয় অন্যতম হিসাবে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট ফ্যানরা পুরানো সব অতীতের ক্ষত ভুলে আবার আশায় বুক বেঁধেছে যাতে করে ভারতীয় দল আবার দ্বিতীয়বারের জন্য আইসিসি t20 বিশ্বকাপ জিততে পারে।
Read More: IPL 2021: আইপিএলের দ্বিতীয় ভাগে যে ৫টি রেকর্ড ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে
আমরা এখানে এমন ৫টি বড়ো কারণ নিয়ে আলোচনা করবো যার জন্য ভারতীয় দল এই বছর t20 বিশ্বকাপ জিততে পারে বলে মনে করা হচ্ছে।
অভিজ্ঞ এবং তারুণ্যের ভালো মিশ্রণ
এইবছর ভারতীয় দল তাদের যে দল বানিয়েছে তাতে করে এটা নিশ্চিত ভাবে বলা যেতেই পারে এই দল হলো অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। এই দলে যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবি অশ্বিনের মতো অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা আছেন ঠিক তার পাশাপাশি সূর্যকুমার যাদব, রাহুল চাহার, ঋষভ পন্থ এর মতো ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভারাও মজুত আছেন। তাই আশা করা যাচ্ছে ভারতীয় দল এই বছর t20 বিশ্বকাপে অসাধ্য সাধন করে বিশ্বকাপ জয়লাভ করতে সক্ষম।