দীনেশ কার্তিক
রূপকথার গল্পের মতো নিজের ক্রিকেট কেরিয়ারে পুনরায় আন্তপ্রকাশ করেছেন দীনেশ কার্তিক (Dinesh Kartick)। আগের বছর আইপিএল এর মঞ্চে তার অসাধারণ ফিনিশিং পারফর্মেন্স সমগ্র বিশ্ববাসীর নজর কেড়েছিল এবং সেই পারফর্মেন্সের সুবাদে ভারতীয় নির্বাচক মন্ডলী তাকে পুনরায় দলে সুযোগ দিয়েছিলেন। ডানহাতি ব্যাটসম্যান তথা উইকেটকিপার দীনেশ কার্তিক ভারতীয় দলের হয়ে গতবছর বেশ কিছু বড়ো মঞ্চেও পারফর্মেন্স করেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম t20 বিশ্বকাপে তিনি ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এবং ম্যাচের সেরা পুরস্কার জিতেছিলেন।