ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা প্রায়শই লক্ষ্য করা যায় যেখানে একজন ক্রিকেটার বহু বছর ধরে নিজের দেশের হয়ে ক্রিকেটীয় পরিষেবা চালিয়ে গেছেন এবং বেশ কিছু ক্রিকেটার আছেন যারা আন্তর্জাতিক মঞ্চে স্বল্প সংখ্যক ম্যাচ খেলেই ক্রিকেট ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। একজন ক্রিকেটারকে লম্বা সময় ধরে নিজের ক্রিকেট কেরিয়ারে টিকে থাকতে হলে অসাধারণ পারফর্মেন্সের পাশাপাশি নিজেদের ফিটনেস এবং মানসিক ধৈর্য্যের যথেষ্ট পরীক্ষা দিয়ে চলতে হয়। এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করার জন্য প্রতিটা ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের মঞ্চে কিছু অসাধারণ পারফর্মেন্স করে দেখাতে হয় যাতে করে তারা নির্বাচক মন্ডলীর নজরে আসতে পারেন এবং আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য ক্রিকেটারদের অনেকদিন প্রতীক্ষাও করতে হয়েছে বলেই আমরা জানি।

আধুনিক বিশ্ব ক্রিকেটে রোমাঞ্চিত এবং জনপ্রিয় ক্রিকেট ফরম্যাট হলো t20 ফরম্যাট। এই ফরম্যাটের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে অধিকাংশ তরুণ ক্রিকেটার ক্রিকেটের বাকি ফরম্যাটের প্রতি আগ্রহ ক্রমশ কমিয়ে ফেলেছে এবং তারা এই ফরম্যাটে নিজেদের শক্তিশালী পাকাপোক্ত করার জন্য ক্রমশই বিশ্বের বিভিন্ন্য ক্রিকেট লীগ এ তারা ভিড় জমিয়েছেন। ছোট এই ফরম্যাট এসে যাবার ফলে ক্রিকেটারদের ফিটনেসের প্রতি এতটাই চাপ বেড়ে চলেছে যার ফলে বেশিরভাগ ক্রিকেটার নিজেদের ক্রিকেট কেরিয়ার দীর্ঘ্যদিন টিকিয়ে রাখতে পারছেননা। ২০০৭ সালে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি প্রথম t20 বিশ্বকাপের আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। এই টুর্নামেন্টে ১২টি দল একে ওপরের মুখোমুখি হয়েছিল কিন্তু প্রথম সিসনে সমগ্র ক্রিকেট বিশ্বকে অবাক করে ভারতীয় দল তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা করে সেই বিশ্বকাপ ট্রফি জিতেছিল। এই বিশ্বকাপে ভারতীয় দল এম এস ধোনির নেতৃত্বে ট্রফি এনেছিল এবং সেই বিশ্বকাপজয়ী দলে বেশ কিছু ক্রিকেটার ছিলেন যারা ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর গ্রহণ করে ফেলেছেন। কিন্তু আমরা এখানে এমন ৩জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা ২০০৭ সালে বিশ্বকাপে খেলেছিল এবং এখনো অব্ধি তারা আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্মেন্স করে চলেছেন।
রোহিত শর্মা
বর্তমান ভারতীয় অধিনায়ক তথা আধুনিক বিশ্ব ক্রিকেটের বিধংসী ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একটি নাম হলো রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৭ সালের এই বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল বিধংসী এই পাওয়ার হিটার ব্যাটসম্যানের। ডানহাতি ব্যাটসম্যান বিশ্বকাপের মঞ্চে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে আবির্ভাব করলেও বর্তমানে তিনি ভারতীয় দলের অন্যতম সফল ওপেনার ব্যাটসম্যানদের একজন। এছাড়াও তিনি ভারতীয় দলের হয়ে একাধিক বড়ো বড়ো টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন এবং ২০১৮সালে ভারতীয় দলকে এশিয়া কাপের মঞ্চেও নেতৃত্ব দিয়েছেন। রোহিত শর্মা এখনো অব্ধি ভারতীয় দলের হয়ে পারফর্মেন্স করে চলেছেন এবং আগামী ক্রিকেট বিশ্বকাপে তিনি পুনরায় ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন।