গুজরাট টাইটানস
বর্তমানে আইপিএলের চ্যাম্পিয়ন দল হল গুজরাট টাইটান্স, গত বছরে টপ অর্ডারে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল গুজরাট দলকে, যেখানে শেষমেশ ঋদ্ধিমান সাহাকে দিয়ে ওপেনিং করাতে হয়েছিল অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এবং নিজের মিডিল অর্ডার পজিশন ছেড়ে টপ অর্ডারেও ব্যাটিং করতেও আসতে হচ্ছিল হার্দিককে। এই সমস্যার সমাধান করতে পারেন রুশো। এছাড়া গত বছর গুজরাটের হয়ে চতুর্থ বিদেশি প্লেয়ার হিসেবে খেলছিলেন ম্যাথিউ ওয়েড, যিনি খুব ভালো পারফর্মেন্স করেননি। গুজরাট টাইটান্স রুশোকে এই বছর তাদের দলে নেওয়ার জন্য মোটা অংক খরচ করতেও রাজি আছে।
Read More: TOP 5: আইপিএল ইতিহাসের ৫ জন ক্রিকেটার যারা সর্বাধিক রান আউট করেছেন !!