T20 World cup 2022: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা এই বছর বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন !! 1

এই বছর অক্টোবর মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপের (T20 World Cup 2022) আসর। বিশ্ব ক্রিকেটের সব থেকে ছোট এই ফরম্যাটের বিশ্বকাপ প্রায় প্রতিবছর আয়োজন করে থাকে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি এবং বিশ্বকাপের মঞ্চ থেকেই আমরা ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের খুঁজে পেয়ে চলেছি যারা তাদের অসাধারণ ক্রিকেট প্রতিভা দেখিয়ে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে চলেছে। ছোট ফরম্যাটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে কারণ বিশ্বজুড়ে বহু ক্রিকেট লীগ খেলা হয়ে থাকে ছোট ফরম্যাটে যার ফলে বর্তমানে বিশ্বের বহু দেশ ক্রিকেটের প্রতি ক্রমশ আগ্রহ দেখাতে শুরু করেছে। এই বছর বিশ্বকাপের আগে প্রায় দল নিজেদের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ফেলেছে এবং এটাও মনে করা যাচ্ছে তারা নিজেদের প্লেয়িং একাদশ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে।T20 World cup 2022: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা এই বছর বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন !! 2

এই বছর এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের ভরাডুবি হবার পর থেকে ভারতীয় জাতীয় নির্বাচক মন্ডলী অনেক ভাবনা চিন্তা করে আসন্ন বিশ্বকাপের জন্য দল সংগঠন করেছে এবং তাদের আশা ভারতীয় দল এই বারের বিশ্বকাপ জিতে দ্বিতীয় বারের জন্য T20 বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে চলেছে। এই বছর বিশ্বকাপের আগে ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে যে ভাবে পারফর্মেন্স করেছে তাতে করে ভারতীয় দল গঠন নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে সে কথা বলা যেতে পারে। কারণ যেহেতু এশিয়া কাপের আগে বুমরাহ এবং হার্শাল প্যাটেল চোট পেয়ে ছিটকে গেছিলো তাই তার জায়গাতে কেন মোহম্মদ শামির অভিজ্ঞ পেসার দলে সুযোগ পাননি এবং কেন ফর্মে না থাকা কে এল রাহুলের পরিবর্তে ভারতীয় দল ক্রমাগত ভালো পারফর্মেন্স করে চলা খেলোয়াড়কে দলে রাখেননি এমন বহু প্রশ্নের সম্মূখীন ভারতীয় টীম ম্যানেজমেন্ট কে হতে হয়েছে বলা জানা গেছে। কিন্তু ভারতীয় দল এশিয়া কাপের মতোই বিশ্বকাপের মঞ্চে তরুণ ক্রিকেটারদের ওপর বেশি ভরসা রেখে দল সাজিয়েছেন বলেই আমরা জানি। আমরা এখানে এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো জাত এই বছর T20 বিশ্বকাপের পর দলের হয়ে সব থেকে ছোট ফরম্যাট থেকে সন্ন্যাস নিতে পারেন বলে মনে করা যাচ্ছে।

মোহম্মদ শামি

T20 World cup 2022: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা এই বছর বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন !! 3

বর্তমানে বিশ্ব ক্রিকেটে সুইং বোলারদের মধ্যে অন্যতম হলেন মোহম্মদ শামি। ডানহাতি এই ফাস্ট বলার ভারতীয় দলের হয়ে ৩টি ফরম্যাটেই সমানভাবে পারফর্মেন্স করে দেখিয়েছেন এবং বহু ম্যাচে তিনি ম্যাচ জেতানো বোলিং ইনিংস উপহার দিয়েছেন। বর্তমানে শামি ভারতীয় দলের হয়ে টেস্ট এবং একদিবসীয় ফরম্যাটে নিয়মিত সদস্য হলেও T20 ফরম্যাটে প্রায় ১বছর হতে চলেছে তিনি ভারতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ করে উঠতে পারেনি। এছাড়াও এই বছর এশিয়া কাপের মঞ্চে তাকে দলে রাখা হয়নি এবং বিশ্বকাপের জন্য তাকে প্রথম ১৫জন ক্রিকেটারের তালিকায় না রেখে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে বলে আমরা জানি। তাই মনে করা যাচ্ছে এই বছর বিশ্বকাপের পর শামি হয়তো ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে বাকি দুই ফরম্যাটে মনোনিবেশ করতে চলেছেন।

Read More: IND vs AUS: ভুবেনশ্বর কুমারের জন্যই টিম ইন্ডিয়া হেরেছে এই ৩ বড় ম্যাচ, ভঙ্গ হয়েছে ট্রফি জেতার স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *